স্বচ্ছ আকাশে তপ্ত রোদে
ঘুমঘুম দুপুর এবং নিদ্রাহীন রাত
আজন্ম সুখতৃষ্ণায়,
শান্তির খোঁজে নিশ্চুপ ভোর,
এলোমেলো ভাবনা খসড়া কাগজে
জট পাকিয়ে আসে একটু পরপর ।
ভাবনার গোলকধাঁধাঁয় ঘুরে মরা,
হারিয়ে খোঁজা খায়ালের সুতো ।
সোনালী রোদে ঝলমল করা
তৃষ্ণার্ত চোখে,
তোমার চোখের দিকে তাকিয়ে থাকা
মূগ্ধ নেশায় মাতাল ঘোর ।
অদ্ভুত সেই নেশার ঘোর,
চাইনা বেরোতে, চাইনা কাটুক এই ঘোর ।
জগৎ হয়ে থাকুক তুমিময়,
আনন্দ মাতাল নেশার সুখে
বিভোর থাকুক জগৎ
তোমাতেই ডুবে থাকুক
আমার সব...।।
(17th march,2011)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




