সত্যজিৎ রায় এর একটা ফেমাস(আমার সবচেয়ে প্রিয়) মুভি সিরিজ আছে "গুপী গাইন বাঘা বাইন".....এই সিরিজটার সবচেয়ে জনপ্রিয় একটা মুভি হচ্ছে ""হীরক রাজার দেশে""।
মুভিটার কাহিনী এমন.....অত্যাচারী রাজা তার প্রজাদেরকে লেখাপড়া করতে দিত না....ভাল খাবার খেতে দিত না.......আরও নানাভাবে অত্যাচার করত....কারন একটায় তার বিড়াট একটা হীরার খনি আছে ... সেই খনিতে কাজ করানোর জন্য তার অনেক শ্রমিক প্রয়োজন । তার প্রজারা যদি লেখাপড়া করে শিক্ষিত হয়ে যায় তবে তো হীরার খনিতে কাজ করানোর শ্রমিক পা্ওয়া যাবে না।
তাই সে তার রাজ্যে ঢাকঢোল পিটিয়ে প্রচার করাতো তার কিছু বাণী......
১. লেখাপড়া করে যে......অনাহারে মরে সে।
২. জানার কোন শেষ নাই.....জানার ইচ্ছা বৃথা তাই।
.....................................................
......................................................
এরকম আরও অনেক।
সর্বোপরি সবাইকে বলতে বাধ্য করাত যে..........
"""যায় যদি যাক প্রান......হীরকের রাজা ভগবান"""""""
আমার মনে হচ্ছ এখন তো আমরা একই অবস্থান এ আছি.........
ভাত এ মরতেছি.......
পানিতে.........
বিদ্যুৎ এ............
তারপরেও........যায় যদি যাক প্রান...............
বি: দ্র: আমি জানিনা এখানে এগুলো লিখার অনুমতি আছে কি না।
আমার এক ফ্রেন্ড এর কাছ থেকে লিংক পেয়ে এসেছি। প্রথম পোস্ট হিসেবে ভুল টুল হইতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মি: এডমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




