ব্যক্তিগত ভাবে আমি খুবই দু:খ্যিত যে আজ বছরের শুরুতে আমাকে এমন একটি বিষয় নিয়ে লিখতে হচ্ছে।
ঘটণাটা শুরু বিকেল ৫ টা। আমি আমার এক বন্ধুকে নিয়ে এক চা এর স্টলে বসে চা খাচ্ছি । পাশে বাইক পার্কিং করা।
হঠাৎ করে কিছু পুলিশের পোশাক পরা লোক আমাদের পাশে এসে দাড়াল। তার পরে তারা চা খেল। এর পরে আমার বাইক এর পাশেই পার্কিং করা একটি বাইক এর মালিক কে বলল যে "বাইক টি কি আপনার?"। লোকটি উত্তর দিল যে ,হ্যাঁ। তখন তারা তার কাগজ দেখতে চাইল। লোকটি বলল যে, কাগজ এখন কাছে নাই। আমি .......সভাপতির ছোট ভাই এর ক্লোজ বন্ধূ। বলেই সে ফোন লাগিয়ে দিল।অফিসারটি তখন ভাই ভাই করতে করতে দম শেষ করে বাইকটি ছেরে দিল। এর পরে তারা আবার চা অর্ডার করেই আমার বাইকটির উপরে বসে জানতে চাইল যে, বাইকটি কার?। আমি বললাম আমার। তখন আমাকে প্রথমে বলল যে, আপনি কি করেন?। আমি উত্তর দিলাম যে একটা বেসরকারী ব্যাংক এ চাকুরী করি। আমাকে আবার ও একই প্রশ্ন করা হল। আমিও একই উত্তর দিলাম। সাথে সাথে তারা আমার কাছে বাইক এর চাবি চাইল। আমিও দিলাম। তারা আমাকে সদর ফাঁড়িতে যেতে বলল। আমি গেলাম।
আমাকে ২ ঘন্টা বসিয়ে রেখে বাইক এর কাগজ দেখতে চাইল। দিলাম।
আবার ৩০ মিনিট পরে লাইসেন্স চাইল দিলাম।
এর পরে রাত ৮ টার দিকে বলল যে আমার সহকারীর সাখে কথা বলেন আমি একটু ভিজিট এ গেলাম।
তখন আমি তার সহকারীর কাছে গেলাম সে আমাকে বলল যে ভাই অযথা সময় নস্ট না করে ২৫০০/= দেন আর বাইক নিয়ে যান আপনার বাইক এর নাম এ কেইস হইছে।
আমি তাকে টাকা দিলাম। সে তখন তার বস রে ফোন দিল । ৫ মিনিট এর মধ্যে হাজির।
তখন তার কাছ থেকে আমি জানতে চাইলাম যে আমার অপরাধ কি?
সে আমার সামনেই আমার টাকা পকেটে রেখে বলল যে আপনার মাথায় হেলমেট ছিল না তাই কেইস হইছে। আমি বললাম যে হেলমেট এর কেইস তো ২০০ টাকা.............এভাবে তার সাথে আমার কথা কাটাকাটি শুরু হল।
এক পর্যায়ে আমার বড় ভাই জেলা আ্ওয়ামিলীগ এর সভাপতির ছেলে গিয়ে আমাকে ছারিয়ে নেই।
আর একটা ঘটনা বলি..........আমি ব্যাংক এ লোন সেকশন এ কাজ করি।
একদিন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পিয়ন আসল আমার কাছে পার্সোনাল লোন নিতে। আমি বললাম যে, আপনাকে লোন দেয়া সম্ভব না।
আপনার বেতন এ লোন হবে না। সে তখন আমাকে নিচে চা খা্ওয়ার অনুরোধ করল। আমি নিচে গেলাম চা খা্ওয়ার এক পর্যায়ে সে আমার সার্ট এর পকেটে ৫০০০/= ঢুকিয়ে দিল। আমি বললাম যে ভাই আমাদের বেসরকারী ব্যাংক গুলাতে এগুলা চলে না। সে আমাকে থামিয়ে দিলে বলল যে, ভাই চুপ থাকেন তো আমি এগুলা বুঝি।................................
এরকম আরও অনেক ঘটনা লিখতে পারব যেগুলো আমার সাথে ঘটেছে কিন্তু আর লিখলাম না কারন আপনারা থিম টা ইতিমধ্যে বুঝে গেছেন।
আসুন না নববর্ষে শপথ নেই """"""আর না।"""""""......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




