প্রার্থনাদ/prarthonad
জানি অস্পৃশ্য জাগতিক অনুভূতি
চারিদিকে কামনার অসম আকাঙ্খা
আমি তুমি আমরা।
হাসিয়া তিনি কহেন,
যবে খুঁজিবে সৃষ্টির ভ্রম
চাহিবে টিকিতে অনন্ত অবধি
নতুবা সুযোগের অসাড়তা।
কেউ নেই সত্যি কেউ নেই
আপনি বৃত্তের সিমানায়
সেক্ষণ এক্ষণ নিষ্ঠুর একাকী
মহামায়া ধরণীতে যতক্ষণ।
মিছে এ আকুলতা
আপনি বৃত্তের বাহিরে উকি ঝুকি
জানিবে সভ্যতার থাবা
নিষ্ঠুরতম আত্মিক স্বার্থপরতা।
হয় নিয়ে যাও সেখানে
সৃষ্টির উৎসে, নতুবা
চাই তোমার বিচার
অস্থির জনমনে, চুপ কেন
সকলের আত্মিক মহা নিষ্ঠুর..
সময়, নিজ, বিশ্বাস, সৃষ্টি
সব ই ক্ষণিক অস্পৃশ্য
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




