রাধা কহিল, থাকো মোর পাশে বসে।
কৃষ্ণ কহিল, এত সখী কেন তোমার আশেপাশে?
রাধা কহিল, সমস্যা কী? ওরা আমায় বড় ভালোবাসে।
কৃষ্ণ কহিল, আমি তবে রওনা দিলাম সলিড মেকানিক্স ক্লাসে।
রাধা কহিল কৃষ্ণ শুনিল
কৃষ্ণ কহিল রাধা শুনিল।
কহিয়া শুনিয়া বেলা ফুরাইল
তিনটা, চারটা, পাঁচটা বাজিল।
টিলাগড় পানে বাস ছাড়িল।
চক্র শেষে বাস ভার্সিটিতে আসিল।
মধ্যবর্তী সময় বাক্য সংরক্ষিত রহিল
এবং দৃষ্টি সঞ্চালন তীক্ষ্ণ হইল।
ইত্যাদির সমাপনে দিবস সমাপ্ত হইল।
পুনশ্চ: নিশীথে তাহাদের নিদ্রাযুগল সুখকর হইয়াছিল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


