অ্যানথ্রাক্সের সংক্রমণ নিয়ন্ত্রণে মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় আজ রোববার দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ঈদের ছুটি বাতিল করে চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে এ সময় সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, দেশের যেখানেই অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা যাবে, সেখানেই যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী প্রথম আলোকে বলেন, কোনো ধরনের রেড অ্যালার্ট নয়, সবাইকে বিশেষ করে প্রাণীসম্পদ অধিদপ্তরের সব কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আবদুল লতিফ বিশ্বাস বলেন, ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে কোনো রোগাক্রান্ত গরু আসতে না পারে, সে জন্য সীমান্তরক্ষী ও পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী রাতে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে। তবে অধিদপ্তরের সব কর্মকর্তদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিনে একের পর এক বিভিন্ন জেলায় অ্যানথ্রাক্সের ছড়িয়ে পড়েছে। আজ চুয়াডাঙ্গাতেও অ্যানথ্রাক্সে আক্রান্ত একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। তাঁর নাম আবদুর রহিম (৪৫)। এর আগে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুষ্টিয়া ও পঞ্চগড়ে অ্যানথ্রাক্সের রোগী শনাক্ত করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




