
শুধু আমাদের দেশেই নয়, সারাবিশ্বেই এই ভুল ধারনাটা আছে যে, আনারস ও দুধ এক প্রকার বিষ। মোটেই আনারস ও দুধ একসঙ্গে খাওয়া যাবে না, খেলেই সর্বশান। যারা এই প্রকার টেনশনে আছেন তাদের টেনশন করার কোন দরকার নাই। আনারস ও দুধ খেলে কিছু হয় না, যদি না আপনার বিশেষ কোন সমস্যা থাকে আনারসে বা দুধে যেমন আনারস খেলে এলার্জি উঠে
তবে আমার কথা শুনেই আবার টেস্ট কইরেন না, পরে আপনার বমি হইলে আমি দায়ী না
তবে যেহেতু আনারসের সীজন আনারস একটু সাবধানে খাইয়েন, আমার মত যদি আনারস পাগল হন তাহলে একসাথে দুই একটা খাইয়া সারাদিন হা কইরা থাকবেন। কারণ জিহ্বের চামড়া উঠে গেছে।
পোষ্টটা করলাম এই জন্য যে, যদি কখন ভুলেও দুইটা একসঙ্গে খেয়ে ফেলেন তাহলে দুচিন্তা করার দরকার নাই। আর শিশুদেরকে দুইটা একসঙ্গে না খাওয়ান ই ভাল ।
**আর ট্রাই করলে নিজের দায়িত্বে করেন, আপনার কিছু হইলে আমি দায়ী না।**
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




