====== তোমায় ভালবেসে ======
তোমায় ভালবেসে আমি সুউচ্চ পর্বত থেকে
গভীর গিরিখাতের তলদেশে নেমে গেছি,
আমি অতি উচ্চ মেঘমালা থেকে বৃষ্টির ন্যায়
শুকনো মরুভূমিতে ঝরে উবে গেছি,
আমি অতিব উচ্চ অট্রালিকা থেকে কুঁড়ে ঘরে পরিনত হয়েছি,
আমি অতি দ্রুত বেগয়মান যান থেকে পায়ে হাঁটা পথচারিতে পরিনত হয়েছি
এইতো আমি, তবুও চলছি, অতিব ধীর গতিতে
সময় থমকে গেছে,
আমি সময়কে থমকে দিয়েছি।
আলো আঁধারে পরিনত হয়েছে
আমি এখন তিমির যাত্রী
আমি মহাসমুদ্রে পালবিহীন এক ছোট্র ভেলা
আমি মহাকাশে নিয়ন্ত্রনহীন এক ছোট্র পালক
আমি মহাবিশ্বে মৃত প্রায় অতি ক্ষুদ্র এক প্রাণ
এইতো জীবন তবুও চলছে, তবুও চলবে
কারণ জীবন থামবার নয়, তাইতো চলছে
আমি আরো চলব, যতদিন না আমার দেহের
চিন চিন করে প্রবাহমান রক্ত প্রবাহ বন্ধ না হয়।
তবুও চলব যতদিন আমার দেহের হৃদ ঘড়ি টিক টিক করে চলে
তবে সবই হবে এখন তোমায় ছাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




