
অসমাপ্ত তুমি ঘন বর্ষার অজোর বৃষ্টি ধারা
অসমাপ্ত তুমি ক্লান্ত পথিকের পথ হারা।
অসমাপ্ত তুমি রুদ্র দুপুরে বট বৃক্ষের ছায়া
অসমাপ্ত তুমি দুঃখিনি মায়ের অসীম মায়া।
অসমাপ্ত তুমি আকাশ ভরা লক্ষ কোটি তারা
অসমাপ্ত তুমি পাহাড় বেয়ে পড়া ঝর্ণাধারা।
অসমাপ্ত তুমি অবুজ মনের আকাশ ছোয়া স্বপ্ন
অসমাপ্ত তুমি স্বজন হারার অসীম মায়া কান্না।
অসমাপ্ত তুমি জ্যোৎস্না রাতের আলো
অসমাপ্ত তুমি কেমন জানি লাগে ভিষন ভালো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


