গতকাল সন্ধ্যায় আমার সাইনাসের ব্যথার কারণে বারডেম হাসপাতালের নাক, কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ জাহীর আল আমিন এর বাক্তিগত চেম্বার জাহীর ই এন টি সেন্টারে যাই তাকে দেখাতে। সে আমার নাক দেখার পর বলে আমার কানে কোন সম্যসা আছে কিনা? আমি বলি জানি না দেখেন। সে কান দেখে বলে "আপনার কানে একটা টিউমার আছে আগামী এক সপ্তাহে.........র ভেতর অপারেশন না করলে ঐটা কান্সারে রুপান্তরিত হবে, আর তখন আপনাকে বাচানো সম্ভব হবে না।" আমি এটা শুনে আমার বড় ভাইকে ডাকি। সে এসে যখন তার কাছে বিস্তারিত আবার জানতে চায় ডাক্তার মহাশ্য বলে "সে বিদেশ থেকে পড়ে আসা ডাক্তার এক কথা দুইবার বলে না"।
এই নিয়ে কথা কাটাকাটির এক ফাকে আমরা বের হয়ে আসি ওই চেম্বার থেকে...আজ অন্য আরেক ডাক্তারের কাছে গেলে সে বলে এটা শুধুমাত্র একটা সামান্য ফোঁড়ার মত কিছু ।।এই বলে সে সহজেই ফোঁড়া গেলে সব ঠিক ঠাক করে দেয়।
বারডেমের বিভাগীয় প্রধান যে কিনা নাভানা গ্রুপের মালিক ডঃ জাহীর আল আমিন এভাবেই মানুষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়ে দেদারচ্ছে সার্জারীর নামে টাকা কামিয়ে নিচ্ছে।
হায়রে দেশের চিকিতসা ব্যবস্থা!!!!!!! এই কসাইদের থেকে সাবধান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




