বহুদিন আগে ছেলেবেলায়
বিষম-ভীষণ অবহেলায়,
ডান্ডা মারিত ডাঙ্গুডি খেলায়
তা রয়ে গেছে আজো , এই বয়স বেলায়।
চলিছে ছেলে খেলিবে ক্রিকেট
করেছে প্রবেশ না কিনিয়া টিকেট
আসিয়াছে বল ভীষণ তেড়ে
মারিয়াছে তারে তার চেয়েও জোড়ে।
কিন্তু হায় একি,
বল যে দিয়াছে ফাঁকি
তাহার সজল দুটি আঁখি
দেখিছে চেয়ে,
যাচ্ছে যে বল ধেয়ে
উইকেটের গায়ে সজোরে আঘাত হেনে।
কেমন লাগে প্রাণে---------
যার হয়েছে এমন, সেই কেবল জানে।
আহা! ওকি, বুশের ছোড়া মর্টার শেল?
উড়াইয়া দিল যে উইকেটের বেল!
বেল বাতাসময় ঘুরে ফিরে
হেলিয়া-দুলিয়া মাটিতে আসিয়া পড়ে।
তা দেখিয়া তাহার মাথা সাইমুম ঝড়ে
এথায়-হেথায় ভন্ ভন্ ঘোরে।
অবশেষে, রিক্ত-হস্তে প্যাভিলিয়নে ফিরে এসে
আনমনে ভাবিতেছে সে
তাহলে কি হায়,
কড়কড়ে টাকা এথায় ফেলিয়া
ডাঙ্গুডি খেলায় যাইতে হবে ফিরিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




