আমার এক বড় ভাই বাংলাদেশের একটি প্রাইভেট কোম্পানিতে বেশ কিছুদিন যাবত রেগুলার বা পার্মানেন্ট ইমপ্লয়ি হিসেবে কর্মরত।
এখন তাকে রিজাইন দেয়ার জন্য ফোর্স করা হচ্ছে। তাকে এখন অব্দি কোন কারন ব্যাখ্যা করা হয়নি এবং তার বিরুদ্ধে মিস কন্ডাক্টের কোন অভিযোগ বা এ সংক্রান্ত কোন নোটিশ ও দেয়া হয়নি।
এখন আমার এই বড় ভাই কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েছেন। কি করবেন বুঝতে পারছেন না। হঠাৎ করে পরিবার ও ডিপেন্ডেন্টদের নিয়ে ভিষন দুশ্চিন্তার ভেতর আছেন ও অস্থির সময় পার করছেন। এবং নির্দয়ভাবে প্রায় প্রতিদিনই তাকে নিজ থেকে রিজাইন দেয়ার জন্য পিড়াপিড়ি করে একধরনের মানসিক চাপের মধ্যে রাখা হয়েছে।
আমার প্রশ্ন হলঃ
১। তাকে যদি কোম্পানি থেকে টার্মিনেট করা হয় তাহলে তার অধিকার বলতে বাংলাদেশের আইন কি বলে ?
২। সে কি কোম্পানি থেকে কোন কমপ্যানসেশন বা ক্ষতিপুরণ দাবি করতে পারে ?
৩। নুন্যতম কি কোন সুবিধাদি আইন অনুসারে তার পক্ষে যাবে ?
৪। বাংলাদেশের শ্রম আইন কি প্রাইভেট চাকরীজীবিদের জন্য প্রযোজ্য নয়? ওখানে লেখা আছে এটা শুধু শ্রমিকদের জন্য প্রযোজ্য, এই কথাটার মানে কি?
আইনবিদ ভাইবোনেরা যদি দয়া করে কোন উপদেশ দিতেন তাহলে আমরা বড়ই উপকৃত হতাম।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




