
ভারতী বাঙালী সঙ্গীত শিল্পীদের মধ্যে শ্রীকান্ত আচার্য অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। মূলত রবীন্দ্র সঙ্গীতে দীক্ষা লাভ করলেও তিনি বেশ কিছু আধুনিক গানও গেয়েছেন। খুব ছোট বেলা থেকেই তার গাওয়া বেশ কিছু আধুনিক গানের সাথে আমি পরিচিত। আমার বিশ্বাস, আমার মতো বাংলাদেশের আরো অনেকেই তাকে বেশ ভালো করেই চেনেন। তার গাওয়া আধুনিক এ্যালবামগুলোর মধ্যে "এক ঝাঁক পাখি" বেশ জনিপ্রয় একটি এ্যালবাম। সাগরিকা মিউজিক লেবেল থেকে ১৯৯৮ সালে এ্যালবামটি প্রথম রিলিজ হলেও পরে তা সিডি আকারে পুনরায় বাজারে আসে। এ্যালবামটিতে সর্বমোট এগারোটি গান রয়েছে যার মধ্যে "আমিতো বুঝি না ঠিক", "ভালো লাগছে", "এক ঝাঁক পাখি" গানগুলো ভীষণ জনপ্রিয়।
সম্প্রতি প্রকাশনীতে এই এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স সংরক্ষণ করা হয়েছে। ধীরে ধীরে তার গাওয়া আরো বেশ কিছু এ্যলবাম এর লিরিক্স সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




