
বাংলাদেশীদের জন্য আইয়ুব বাচ্চু আর এল.আর.বি প্রায় সমার্থক শব্দ, এটা নিয়ে খুব বেশী দ্বিমত থাকার অবকাশ নেই। তবুও বাস্তবতায় আইয়ুব বাচ্চু আমাদের মাঝে না থাকলেও এল.আর.বি. রয়ে গেছে, আর রয়ে গেছে বাচ্চু ভাইয়ের গাওয়া জনপ্রিয় অসংখ্য গান যা শ্রোতাদের মনকে আজও দোলা দিয়ে যায়। তেমনি বেশ কয়েকটি ট্র্যাক দিয়ে সাজানো হয়েছিলো এল.আর.বি. এর "মন চাইলে মন পাবে" এ্যালবামটি যেখানে সর্বমোট বারোটি ট্র্যাক রয়েছে।
এ্যালবামটির শিরোনামের গানটি ছাড়াও "আমার প্রথম, আমার শেষ বাংলাদেশ", "গগনের তারা", "পাল তোলা নায়" বেশ উল্লেখযোগ্য কিছু গান যা ব্যান্ড সঙ্গীত প্রিয় শ্রোতাদের বহুদিন মনে থাকবে। সম্প্রতি এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স সংরক্ষণের কাজ শেষ করা হয়েছে। দীর্ঘক্ষণ ধরে বসে শুনে শুনে গানগুলোর লিরিক্স প্রায় নির্ভুলভাবে সংরক্ষণ করতে যথেষ্ট সময় লাগলেও সেটাকে পরিশ্রম মনে হয়নি। খুব সম্ভবত বাচ্চু ভাইয়ের গান বলেই হয়তো। বাচ্চু ভাই আরো বহুদিন আমাদের মাঝে তার গান দিয়ে বেঁচে থাকবেন তেমনটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




