
প্রিন্স মাহমুদের সুরে করা একটি বাংলা ব্যান্ড মিক্সড এ্যালবাম যা ১৯৯৯ সালে সাউন্ডটেক মিউজিক লেবেল থেকে প্রথম রিলিজ হয়েছিলো, পরবর্তীতে বেশ ক'বছর পর এ্যালবামটি পুনরায় সিডি আকারে বাজারে আসে। এ্যালবামটিতে মোট বারোটি ট্র্যাক থাকলেও তার মধ্যে থেকে ছ'টির গানের গীতিকারও প্রিন্স মাহমুদ নিজেই। এছাড়াও জাহিদ আকবর দুটি, আশারাফ বাবু ও নওয়াজ আমিন একটি করে গান লিখেছেন।
এ্যালবামটির বিভিন্ন ট্র্যাকে কন্ঠ দিয়েছেন, আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, খালিদ, বিপ্লব, নকিব খান, পার্থ বড়ুয়া, টিপু ও পিয়ারু খান। জেমসে-র কন্ঠে মা'কে নিয়ে লিখা প্রিন্সের একটি গান সেসময় গগণচুম্বী জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া খালিদের গাওয়া "কোন কারনেই" গানটিও বেশ প্রশংসিত হয়েছিলো। উল্লেখ্য যে, নকিব খানের গাওয়া "ভালোবাসা মানে" গান-টি মূলত কবি "রফিক আজাদ"- এর ভালোবাসায় সংজ্ঞা কবিতা অবলম্বনে লিখা হয়েছে বিধার ট্র্যাকটির ক্রেডিট কবি রফিক আজাদ-কে দেয়া হয়েছে। এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স সংরক্ষণের কাজ শেষ হলো।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




