দীর্ঘদিন ধরেই সামুতে বিভিন্ন সময়ে বিভিন্ন কবিতা বা গানের এ্যালবামের বিষয়ে টুকিটাকি লিখছি। দেখতে দেখতে দু'বছরের মতো সময় আমরা অতিবাহিত করেছি বাংলা সাহিত্যকর্ম সংরক্ষণের পেছনে কাজ করে। এই স্বল্প সময়ে আমরা ১৬ হাজারেরও বেশী কবিতা, গান ছাড়াও বেশ কিছু সাহিত্যকর্ম সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। যদিও সময় আর সংখ্যার দিক থেকে তা বেশ নগন্য, তবুও এত বেশী বাংলা সাহিত্যকর্ম একক কোন সাইটে সংরক্ষণ করার মতো বিষয় আমাদের নজরে আসে নি। বিষয়টি নিয়ে আমরা যারপরনাই বেশ গর্বিত।
সাহিত্যকর্ম সংরক্ষণ করা বেশ ঝুঁকিপূর্ণ কাজ। সঠিক বানান, তথ্যের উৎস ছাড়াও কারিগরী বেশ জটিলতা রয়েছে। যথেষ্ট চাপ নিয়ে কাজ করতে হয় বলেই অনিচ্ছাকৃত কিছু ভুল থেকে যাওয়াও অস্বাভাবিক নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে জেনেশুনে কিছু ভুল আমরা গ্রহণ করতে বাধ্য হয়েছি মূলত লিখার মৌলিকতা ধরে রাখার প্রয়াসে। আশা করছি পাঠকগণ এ ধরনের অনিচ্ছাকৃত ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিগত দু'বছরে সাইটের পরিচিত ও ট্র্যাফিক যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বিশ্বের ৯০টিরও বেশী দেশ থেকে আমাদের সাইটটি ভিজিট করা হয়েছে ইতোমধ্যেই, যদিও আর্থিক তেমন কোন অগ্রগতি হয় নি। ব্যক্তিগত পকেট থেকে সাইটের ডোমেইন নেইম আর হোস্টিং এর বিষয়গুলো দেখাশোনা করছি, পাশাপাশি সময়ের বিষয়তো রয়েছেই। তবুও আরো উৎসাহিত বোধ করতাম যদি তেমন আরো কয়েকজন এগিয়ে আসতেন, অন্তত কিছু লিখা এডিটিং করে সহযোগীতা করতে এগিয়ে আসলে আমরা আরো অনেকটা কাজ শেষ করতে পারতাম।
যাইহোক, বিভিন্ন সময়ে আপনাদের সুচিন্তিত আর উৎসামূলক মতামত দিয়ে অনুপ্রাণিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সাধুবাদ আর কৃতজ্ঞতা জানাই বন্ধুবর রাশেদ-কেও, যার প্রত্যক্ষ সহযোগীতা ছাড়া এত তাড়াতাড়ি এতটা পথ অতিক্রম করা কখনোই সম্ভব হতো না। ছেলেটা দিনে-রাতে মনে হয় সাইটেই পড়ে থাকে নয়তো কম্পিউটারে বসে লিখাগুলোর এডিটিং এ প্রচুর সময় ব্যয় করে। আন্তরিক ধন্যবাদ ছাড়া খুব বেশী কিছু করতে পারিনি ওর জন্য। আবারও ধন্যবাদ জানাই সবাইকে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




