সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় প্রতিদিনই দেশের খবর পড়া হয়, বেশীরভাগ ক্ষেত্রেই কোন পত্রিকার হোম পেইজে গিয়ে স্ক্রল করে মূলত হেডলাইনগুলোই দেখা হয়। খুব বেশী ইন্ট্রিগিং মনে না হলে সাধারণত বিস্তারিত পড়া হয় না। আজ কয়েকটি খবর আমার চোখে পড়লো, জানিনা কেন যেন ব্যাপারগুলো অদ্ভুত বলে মনে হচ্ছে।
ত্রিপলে ঢাকা মোটরসাইকেল নিয়ে পিকআপ উঠছে পদ্মা সেতুতে
বাটপারী বা দুই নম্বরি পথ খুঁজে বের করা যেন আমাদের বাঙালীর বিশেষ বৈশিষ্ট্য। পদ্মায় মোটরসাইকেল চলাচল বন্ধ করা হলে কি হবে? বাঙালী এর সমাধানও জানে। তবে এটা সত্য যে এক ঘটনার জেরে অসংখ্য মানুষের কষ্টটা যৌক্তিক নয়।
প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ জানাতে জাজিরায় ৬.১৫ কিমি দীর্ঘ ব্যানার
বাঙালী বরাবরই আবেগপ্রবণ জাতি। রাস্তা-ঘাট যত্র-তত্র ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানোর মত বাজে কাজগুলো ৫০ বছরেও আমরা ছাড়তে পারিনি। সেতুর ইস্যুতে প্রধানমন্ত্রী ধন্যবাদ পাচ্ছেন আর পাওয়া উচিত বলেই আমারও মনে হয়। তবে ব্যানার ঝোলানোর বিষয়টি মূলত এক শ্রেনীর চাটুকার প্রকৃতির মানুষের কাজ বলেই আমার মনে হয়েছে, সাধারণ জনগণ এইসব কাজের আগে-পাছে নেই। ব্যানারটি সেতুতে ঝুলিয়ে দিলে মনে হয় ষোল করা পূর্ণ হয়।
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা
পদ্মা সেতু সম্পর্কিত কিছু অঘটন মনে হয় এখন থেকে হর-হামেশাই পড়তে হবে। বাঙালী আবেগে, খুশিতে ধৈর্য্য হারিয়ে সেতুর ব্যারিয়ারও ভেঙে ফেলা শুরু করেছে। এদের বোধদয় হবে কবে?
গাছে উঠে কাঁঠাল পাড়ায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ
এটা কি দেখলাম?! ছাত্রী? স্পাইডার ম্যানের কন্যা হবে হয়তো! নাহ! সংবাদ পড়ে বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তাদের স্বাভাবিক জ্ঞানেরও অভাব আছে। বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রী মনে করে এভাবে হুমকি দিয়ে নোটিশ দিয়ে তাদের অপমান করা হয়েছে। সম্ভবত এরা দীর্ঘদিন কাঠাল খায় নি।
হর্নে ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর জবি শিক্ষার্থীর
আমার দেশের বিশ্ববিদ্যালয়ে গুণধর শিক্ষার্থী। এরা পড়াশোনা করে কি করবে? শিক্ষা বা জ্ঞাণ কোনটাইতো অর্জন করা হয় নি।
আজব বাংলাদেশের আজব সব খবর!
সূত্রঃ প্রথম আলো
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২২ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


