উপমহাদেশের জনপ্রিয় গজল সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসের একক আধুনিক বাংলা গানের এ্যালবাম "ভালোবাসা"। ১৯৮৯ সালে ইউনিভার্সাল মিউজিক লেবেল থেকে রিলিজ হওয়া এই এ্যালবামটি তৎকালীন সময়ে বাঙালী শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। দু'পারের বাংলায় এই গানের বেশ ক'টি গান সেসময়ে মানুষের মুখে মুখে শোনা যেত। এ্যালবামটিতে সর্বমোট আটটি ট্র্যাক রয়েছে।
বিভিন্ন গানের কথা লিখেছেন মুকুল দ্ত্ত, অন্তনু চক্রবর্তী ও শ্যামল গুপ্ত। এ্যালবামটির জনপ্রিয় ট্যাকগুলোর মধ্যে রয়েছে, যদি আরেকটু সময় পেতাম, তুমি খাঁচা চলে, তোমার চোখেতে ধরা ও শিরোনামের ট্র্যাকটি।
ব্যক্তিগতভাবে ২০২০ সালে এ্যালবামটির সিডি সংগ্রহ করা হলেও দীর্ঘদিন গীতিকারদের ব্যাপারে তথ্যের অভাবে এ্যালবামটির গানগুলোর লিরিক্স সংরক্ষণ করা সম্ভব হয় নি। আজই এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স প্রকাশনীতে সংরক্ষণের কাজ শেষ করা হয়েছে। এ্যালবামটির ট্র্যাকগুলো শুনতে ও পড়তে পারবেন এখান থেকে।
কপিরাইট: ইউনিভার্সাল
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২২ রাত ২:১২