আজ বাংলাদেশ তথা এশিয়ায় পবিত্র ঈদ-আল-আদহা পালিত হচ্ছে তাই প্রথমেই সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। আশা করছি আপনারা সবাই যার যার মতো করে ধর্মীয় গাম্ভীর্যতা বজায় রেখে ঈদ উদযাপন করছেন। সেই সাথে সবাইকে আহবান জানাই নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রেখে গরীব-দুঃখী, অসহায় মানুষগুলোর প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য। প্রতিবারের মতোই এবারও আমি আমার পরিবারের মাধ্যমে যথাসম্ভব এই সহযোগিতার প্রয়াসে শামিল হওয়ার চেষ্টা করছি। মহান রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুণ এটাই চাওয়া থাকছে।
প্রতিদিনের মতোই ঘুমুতে যাওয়ার আগে সামুতে ঢুঁ দিচ্ছিলাম। অনলাইনে তেমন কেউ নেই দেখছি। অবশ্য এটা প্রত্যাশিত ছিলো। সবাই ঈদের কর্মকান্ডে ব্যস্ত থাকবেন সে ভাবনা অবশ্যই ছিলো। হঠাৎই চোখে পড়লো কয়েক ঘন্টা আগেই সামুতে আমার ১৭ বছর পূর্ণ হয়েছে। কিছুক্ষণের জন্য হলেও সেই প্রথম দিকটায় ফিরে গিয়েছিলাম।
কম্পিউটারে আমার বাংলা লিখার অভ্যেস শুরু হয়েছিলো খুব সম্ভবত ১৯৯৯ বা ২০০০ এর দিকে। সে সময় "বিজয়" সফটওয়্যারই ছিলো একমাত্র ভরসা। টাকা দিয়ে কিনে বিজয় ব্যবহার করতে হতো। ভুল না বলে থাকলে সে সময় বিজয় কী-বোর্ড কিনতে পাওয়া যেত আর সেই সাথেই সফটওয়্যারটি পাওয়া যেত লাইসেন্স সহ। তারও অনেক বছর পর সামুর সূচনা হলো আর শুরু হলো অনলাইনে বাংলা ব্লগিং এর নতুন পথচলা। মোটামুটি অনেকদিন থেকেই আছি এই প্ল্যাটফর্মটিতে। অন্যকোন পাবলিক ব্লগিং সাইটে রেজিষ্ট্রেশন করারও প্রয়োজন বোধ করিনি। মাঝে মধ্যে কিছুটা বিরতি দিয়ে টুকটাক ছাইপাস লিখার চেষ্টা করছি। সুর্নিদিষ্ট কোন বিষয়ে নয় মূলত এলোমেলো মনের ভাবনাগুলো তুলে ধরার একটা প্রয়াস। মাঝে অনেকেই এসেছেন, অনেকেই সামুকে বিদায় জানিয়েছেন নানা কারণে। আমার পক্ষে সেটা এখেনো সম্ভব হয়ে ওঠে নি। চেষ্টা বরাবরই ছিলো আর থাকবে যতটাদিন সম্ভব এখানেই টুকটাক করে লিখে যাওয়ার।
সময়টা বেশ দীর্ঘ হলেও আমার পরিসংখ্যান মোটেও উল্লেখ করার মতো নয়। এখানে অনেকেই আছেন যারা খুব অল্প সময়ে অনেক পরিচিতি পেয়েছেন। তাদের লিখা প্রথম পাতায় আসলেই মোটামুটি সবাই ঝাপিয়ে পড়েন মন্তব্য করার জন্য বা পড়ার জন্য। এটাকে আমি পজিটিভলি দেখি তবে এর মাঝেও অনেকেই আছেন যারা মানুষের আবেগকে ব্যবহার করেন, চটকদার শিরোনাম কিংবা ছবি ব্যবহার করেন, মানুষের প্রথাগত স্বভাবকে প্রভাবিত করে লিখায় ভিজিটর বা মন্তব্য পাওয়ার প্রয়াস করেন। এটা এক ধরনের মানসিক দৈন্যতাবোধ থেকে আসে বলে আমার মনে হয়। এটা এক ধরনের মানসিক রোগ বললেও অত্যুক্তি হবে বলে আমার মনে হয় না।
আমি বরাবরই ঐ ভীড় এড়িয়ে চলার চেষ্টা করেছি। স্বভাবগতভাবে নিজের মতো করে ভাবনার ডানা মেলে ধরার চেষ্টা করেছি আর আগামীতেও সেই চেষ্টাই থাকবে। সবার ব্লগিং অভিজ্ঞতা আরো সুখকর হোক, সুন্দর হোক সবার ভাবনার কথামালাগুলো। সবার সম্মিলিত প্রচেষ্টায় সামু একটি সত্যিকারের ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে আরো এগিয়ে যাবে এই কামনাই করছি। ধন্যবাদ।
ছবি কপিরাইটঃ ভেক্টর স্টক।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৩ সকাল ১১:৪৯