যদি আমাকে জিজ্ঞেস করা হয় বাংলা আধুনিক গানের কোন পুরুষ কন্ঠ শিল্পীকে আমার সবচেয়ে বেশী ভালো লাগে? তাহলে বেশ চিন্তায় পড়ে যেতে হবে। কারণ খুব স্বাভাবিকভাবে তালিকটা বেশ বড় হবে আর সেখান থেকে একজনকে বেছে নেয়া বেশ কঠিন ব্যাপার। কিন্তু মহিলা কন্ঠ শিল্পীর দিক দিয়ে আমার সর্ব প্রথম যার কথা মনে পড়বে তিনি হলেন "ইন্দ্রানী সেন"। অন্যান্য কন্ঠ শিল্পীর প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই আমি র্নিদ্বিধায় কথাটা বলবো।
তার গাওয়া বেশ কিছু গান আমার কাছে অসাধারণ ও অপ্রতিদ্বন্দী বলে মনে হলেও খুব সম্ভবত "তুমি কি এমনি করে থাকবে দূরে" গানটি আমার সবচেয়ে ভালো লাগা গানগুলোর একটি হয়েই থাকবে। তার অত্যন্ত শুদ্ধ আর সাবলীল উচ্চারণ তার গাওয়া গানগুলোকে ভিন্ন মাত্রা এনে দেয় বলে আমার মনে হয়েছে। ভুল না জেনে থাকলে গানটির গীতিকার বা লেখক গৌরী প্রসন্ন মজুমদার, যিনি ১৯২৫ সালে তৎকালী পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।
এখন থেকে মাঝে মাঝেই আমার পছন্দের কিছু গান আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে পোষণ করছি। পুরো গানটি শোনার পর আপনি আপনার মন্তব্যটিও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৯