বাঁধ ভাঙার আওয়াজ, নাগরিক ব্লগ, সোনার বাংলাদেশ, আমার বর্ণমালা, কে স্টিকি করেনাই? সবাই করেছে।
বিশ্বাস না হলে গিয়ে দেখে আসুন। একই সময়ে বাংলাদেশের সবচাইতে বড় চারটে ব্লগে একই পোস্ট স্টিকি




এই ঐক্য অভাবনীয়। এটাকে ধরে রেখে ২১ তারিখের মানব বন্ধন থেকে বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রে সকল মত ও পথের (আই রিয়েলি মিন ইট)
বাআল-বিএনপি, ডান-বাম, নাস্তিক-ছাগু, সর্বহারা-জংগি, গে-লেসবিয়ান, ইসলামিস্ট-সেকুলার, ভাদা-পাকি, এবং সেইসব লোক যারা জানেনা যে তারা কী সবাই মিলে একটা প্লাটফর্ম গড়ে তুলতেই হবে। এই প্লাটফর্ম থেকেই আগামী দিনে ইন্ডিয়ার সাম্রাজ্যবাদী পরিকল্পনা নস্যাত করার জন্য তীব্র আঘাত হানা হবে। এইরকম সুদৃড় ঐক্যই হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে ভীতির কারন। সুতরাং আমাদের হাতে নষ্ট করার মত একদম সময় নাই। ২১ তারিখ বিকাল সাড়ে ৩ টায় চলে আসেন প্রেসক্লাবের সামনে। দেখা বন্ধু, কথা হবে রাজপথে।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




