প্রথমেই ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি স্বাধীনভাবে মতামত প্রকাশের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। এখানে দল-মত নির্বিশেষে সবাইকে যেভাবে মতামত প্রদান করার সুযোগ দেওয়া হয়েছে (ব্যক্তিগত আক্রমণ এবং সৌজন্যতা ও ভদ্রতার সীমা ছাড়ানো ব্যতীত) আমি সেই প্রচেষ্টাকে আন্তরিক সাধুবাদ জানাই (পাম কি আরও মারবো নাকি এইটুকুতেই কাজ হয়ে যাবে?

)। তবে আমি ব্লগ মডারেশন টিমের প্রতি একটি অনুরোধ জানাতে চাই যে, দয়া করে আমার ব্লগের কোন কমেন্ট আপনারা ডিলিট করবেন না। তা যতই অশ্লীল, কুরুচিপূর্ণ ও ব্যক্তিগত আক্রমণজনক হোক না কেন। কারন আমি চাই যে, যে কেউ ওই ধরনের কোন কমেন্ট করবে তা যেন সারা জীবন আমার ব্লগে থেকে যায় ও যুগে যুগে মানুষ যেন দেখতে পায় যে ঐ কমেন্টকারীর চরিত্র কেমন। আমি মনে করি কমেন্ট ডিলিট করা মানে অপরাধীর অপরাধজনিত তথ্যপ্রমাণ মুছে ফেলা (অপরাধের তথ্যপ্রমাণ মুছে ফেলা আরও গুরুতরও অপরাধ)। তাই দয়া করে আমার ব্লগে এই রকম কিছু আপনারা করবেন না বলে আমি আশা করি।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ বিকাল ৪:৩৮