এবার সম অসম ফিরোজ এমপির পালা
এতদিন যাদের মেয়র বা এমপি পদ থেকে পদত্যাগ করানো হয়েছে ,তাদের বিরুদ্ধে
অভিযোগ ছিল সরকার প্রধান বা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি কারী। এবার অভিযোগ আরো ভয়াবহ।
এবার তিনটি অভিযোগ ৫/৬ বারের এমপি ও প্রাক্তন হুইপ সাহেব জনাব আসম ফিরোজ এর বিরুদ্ধে।
১। বঙ্গবন্ধু হত্যার পর তিনি আনন্দ মিছিল করেছিলেন।
২। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছিলেন
ও
৩। বঙ্গবন্ধুর ছবিতে তিনি জুতার। .....পরিয়েছিলেন।
প্রায় ৪৬ বছর আগের ঘটনা হলেও ,অপরাধ গুরুতর। এতোদিন বিষয়টি কিভাবে ধামাচাপা থাকলো,
নাকি ব্যাক্তি স্বার্থে ষরযন্ত্র তা দেখার অপেক্ষায় আমরা

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



