
বিএনপি বলে -চিকিৎসার জিন্ত্রপাতি যন্ত্রপাতি বাংলাদেশে নেই ,(চিকিৎসক আছে )তাই বিদেশ যাবার অনুমতি চায় সরকারের কাছে।
সরকার যে কারণ দেখায় -সাজা প্রাপ্ত আসামিকে কারাগারের বাইরে প্রাইভেট চিকিৎসার সুযোগ দিয়ে সরকার অনেক মহানুভবতা দেখিয়েছে।
আমার কাছে দুপক্ষের কথাই সমর্থন যোগ্য মনে হয়।
আমি মনে করি -আইন নিয়ম নীতি সাজা বিষয়গুলো মানুষের কল্যানে বা মানুষ রক্ষায় তৈরী ,অর্থাৎ আইন রক্ষায় মানুষ কে জীবন দিতে হবে ,তা নয়। বরং জীবন রক্ষায় আইন পরিবর্তন করতে হবে।
ধরে নিলাম - খালেদা জিয়া বিদেশ গেলে আর ফায়ার আসবেনা , সরকারের বিরুদ্ধে উঠে পরে লাগবে,বৈধ অবৈধ পথে দেশে অরাজগতা ইন্ধন যোগাবে। ....
এখন কথা হলো - বিএনপির লোকজন যেমন দেশের বাইরে আছে ,তেমন সরকারের বা আওয়ামীলীগের লোকজন ও প্রশাসন বিভিন্ন দেশে আছে। আর বিদেশে বসে দেশে অরাজগতা তৈরী সহজ বিষয় নয়।
আমার মনে হয় খালেদা জিয়ার মুছলেকা (তিনিনির্ধিষ্ট সময়ে ফিরে না এলে
১। বিএনপিকে নিষিদ্ধ করা হবে ২। পাসপোর্ট বাতিল করা হবে ৩। জিয়ার কবর বগুড়ায় পাঠানো হবে ) বিদেশ চিকিৎসা করার অনুমতি দেয়া হোক
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



