
একটি বক্তব্য বলছি -
খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা : ফখরুল সাহেব।
বর্তমান প্রেক্ষাপট -
বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে শয্যাশায়ী; মানুষ যখন তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠিত,বিচারের রায়ে নেত্রী দুর্নীতিগ্রস্থ এবং সাজা হয়েছে।বিএনপি রায় মেনে নেননি আদালতকে সন্মান পূর্বক তিনি সজাগ ভোগ করছেন (যদিও উপায় নেই) এমন পরিস্থিতিতে চেয়ারপারসন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। বিএনপির পক্ষে বিপক্ষে অনেকেই চাচ্ছে তিনি বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ যেন পান।বর্তমানে সাজার বিষয়ের চেয়ে বেশি জরুরি চিকিৎসায় সুষ্ঠ হওয়া বা করা। আমরা জানি অসুস্থ ফাঁসির আসামিকেও সুষ্ঠ করার পরে ফাঁসি দেয়া হয়। এমতবস্থায় - "খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা : ফখরুল সাহেব।" হঠাৎ এহেন প্রসঙ্গ উত্থাপন করা হলো কোন উদ্দেশে!?
তাই আমার মনে হয় -ফখরুল সাহেব চাননা -
"বিএনপি "চেয়ারপারসন"বিদেশে চিকিৎসা চায় না (!?)"
এখন প্রশ্ন হতে পারে তাতে লাভ কি ?
উত্তর হলো - দলকে বা দল প্রধানকে বিপদে ফেলে ,দলের পরবর্তী নেতাদের কেন ও কিভাবে লাভ হয় বা হতে পারে তা আমার জানা নেই (!?)
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


