
অথচ - উপাচার্য (বা সময় কতৃপক্ষ ) যদি ছাত্রদের ডেকে বলেন - বাবার (শিক্ষক পিতার মতো) আমরা শিক্ষকরাও মানুষ ,ভুলত্রুটি আমাদের হয় ,চারতদের কাছ থেকেও অনেক কিছু জানা যায়। আমাদের বা আমার যদি কোনো কারণে তোমরা দুঃখ পেয়ে থাকো তবে ক্ষমা করে দাও। ...
এতটুকু কথাতেই সকল সমসবার সমাধান সম্ভব। নয় কি !? বর্তমান বাস্তব পরিস্থিতি হচ্ছে -
আমি একজন উপাচার্য ,আমার কোনো ভুল নেই (!?) পদত্যাগ তো দূরের কথা ক্ষমাও চাইবোনা।
শিক্ষামন্ত্রীর সাথে মিটিং করলেও কোনো ছাড় দেয়া হবেনা শীক্ষার্থীদের।
দুদিন ধরে অনশনে আছে ২৩ ছাত্র ছাত্রী তো কি হয়েছে। .......


শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন, আ.লীগ ও শিক্ষক সমিতির নিন্দা।)
তবুও প্রশাসন মিটিং নিয়ে সময় ক্ষেপন করছে (!?)
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



