
অথচ এই পরাশক্তিদের(আম্রিকা ,ব্রিটেন,ফ্রান্স,রাশিয়া,চীন) সাথে যখন কারো সরাসরি ঝগড়া হয়(আর্জেন্টিনা - ব্রিটেন) তখন ২/৪ বছরেই যুদ্ধ শেষ হয়ে যায় বা ছোট অংশ কে দমিয়ে রাখা হয় (তিব্বত/উইঘুর/হংকং- চীন)
[আরো আছে ,তবে এখন মনে নেই ]
ইউক্রেন কে বলছি [নোবেল গড়বড়(গর্বাচভ) দেশে ] মোটামুটি ভালোই চলছিল তাদের জীবন। অতিরিক্তের আশায় পশ্চিমাদের খোঁচায় ন্যাটো ন্যাটো করে মনিজেদের কপাল নিজেরাই পুড়াচ্ছে। যে বড়ো ভাই(রাশিয়া) বাড়ির একাংশ তোকে বুঝিয়ে দিলো মতারত কিছু আবদার থাকবেই ,কি দরকার ,ন্যাটোতে যাবার ,কি করবে ন্যাটো তোমার জন্য ,বা ন্যাটোর প্রয়োজনতাইবা কেন তোমার [১০-১৫ বছর আগে দেশ গুছাও তার পর ন্যাটো ন্যাটো করো./দুই দিনের বৈরাগী ভাতরে অন্ন কওয়ার দরকারকি ?]
এখন কি হবে -
আম ছালা দুটোই যাবে বা পুতুল রাজার রাজত্ব করবে তাইনা ? এ যুদ্ধ জগ জগ চলবে না ,বা রাশিয়ার কাছে ইটা যুদ্ধ নয় ,ইটা রাশিয়ার চটকানা বা চোখ গরম ,অল্পদিনেই তারা হুকুম কায়েম করবে বা তোমাদের বুঝিয়ে দিবে ন্যাটো ফ্যাট ভুলে যাও।
পক্ষান্তবে মূল কথায় বলতে চাই ,আমরা মুছলিমরা কবে বুঝবো -
আমাদের দিয়েই আমাদের ঝগড়া বা যুদ্ধ বাঁচিয়ে রাখছে "পরাশক্তিরা (আম্রিকা ,ব্রিটেন,ফ্রান্স,রাশিয়া,চীন)" নিজেদের অর্থনৈতিক অবস্থান ধরে রাখার জন্য, মানবতার মুখোশের আড়ালে।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



