
চলুন একটি বিষয়ে দেখি -
ইউক্রেন বর্তমানে একটি দেশের নাম। ৩ও বছর আগে বিনা রক্তপাতে রাশিয়া টি আলাদা করা হয়েছিল [নোবেল গৰবোৰে (নোবেল পুরস্কারের আশায় গর্বাচভ )]মানবিক/জাতিগত /শক্তি খর্বের কারণে। এমন আরো ১০টি দেশকে স্বাধীনতা দেয়া হয়েছিল। বর্তমানে রাইয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত সবাই যে যার মতো ভালোই আছে/ছিল। আমরা জানি পৃথিবীর পরাশক্তি দুইটি যার একটি রাশিয়া ,অপরটি আমেরিকা। এর বাইরেও চীনকে এখন গোনায় ধরতে হয়। সংগে ইউরোপ।
এখন এই ইউক্রেন(নিরীহ বা দুর্বল) যদি রাশিয়ার নাকের ঢগায় বসে আমেরিকাকে(ন্যাটো) দাওয়াত করে এনে সমরশক্তি প্রদর্শন করে বা সময় ষোলটি দেখতে ও নিজের কাছে রাখতে চায় তখন রাশিয়ার(স্ব্বল) ইজ্জতে লাগাটাই স্বাভাবিক কিনা ? যা একপ্রকার প্রত্যক্ষ হুমকি।
ইউক্রেইনের (দুর্বল !) মধ্যেও জাতিগত দন্ড আছে ,তাদেরকেও ইউক্রেন শক্তি দিয়ে মোকাবেলা বা দমন করে। আছে রাশিয়ান জাতি ও অঞ্চল। সেখানেও বল প্রয়োগ করে (দুর্বল!)ইউক্রেন ...... ইত্যাদি ইত্যাদি।
এসব অবস্থায় (দুর্বল!)ইউক্রেন বা (স্ব্বল ইউক্রেনের) বিপক্ষে কেউ কথা বলে না।
রাশিয়ার ঘুম হারামে যখন ন্যাটো দাওয়াত করে এবং রাশিয়া যখন ইউক্রেনকে চটকানা দিতে যায় তখনি কেবল অসহ ,নিরীহর তকমা লাগায় নিজেদের বা তকমা লাগাতে এগিয়ে আসে ন্যাটো ও তাঁবেদাররা
এ অবস্থা আর ২/৪ দিন হয়তো চলবে। ...দেখা যাক
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



