
জাতির একতাবদ্ধতায় ‘জয় বাংলা’ আর দলীয় স্লোগান নয় ,জাতীয় স্লোগান। তাহলে দলে দলে বা লীগে দলে কোন্দল লাগবেনা ,অগ্রাধিকারও কোনো দল বা লীগ পাবেনা।
‘জয় বাংলা’ জাতীয় স্লোগানপ্রক্রিয়া যা গেজেট আকারে প্রকাশ -
হাইকোর্ট এর আদেশে ,সরকার মেনে নিয়ে,পাবলিকে করতে বলেছে।
২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট এক রায়ে ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন সরকারকে। (হাইকোর্ট যদি রাজনীতি মতামত দেয় তাহলে সংসদের দরকার কি ?)
সেই আদেশ অনুযায়ী আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন জারিতে বলা হয় -
সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সব জাতীয় দিবস উদ্যাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন। এ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) শেষে এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২২ ভোর ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



