
অবিশ্বাসীর বা তাদের সমস্টিডের অবান্তর প্রলাপ (প্রশ্ন নয় )
"সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে (নাউযুবিল্লাহ) !?"
..........।
সৃষ্টি বলতে আমরা বুঝি যা আগে থেকেই ছিল বা আছে বিশ্বে।
যেমন মানুষ ,গাছ ,পানি ,বাতাস ইত্যাদি। কোনো সৃষ্টি,অন্য কোনো কিছু সৃষ্টি করতে পারে না।
কোনো সৃষ্টি,শুধু অন্য সৃষ্টির রূপান্তর করতে পারে , বা বিভিন্ন সৃষ্টির রূপান্তরের মাদ্ধমে কোনো কিছু তৈরী করতে পারে।
এখন প্রশ্ন ,সৃষ্টিকে কে সৃষ্টি করেছে ? উত্তর হবে - সৃষ্টিকে, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। অর্থাৎ আল্লাহ স্রষ্টা।
এখন আবার প্রশ্ন - সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে (নাউযুবিল্লাহ) !?
উত্তর -
সৃষ্টি`র ধ্বংস নাই,রূপান্তর আছে
সৃষ্টির স্রষ্টা হয় স্রষ্টা সৃষ্টির নয়
অর্থাৎ এর পর কোনো প্রশ্ন হয়না এবং নেই তার পরেও প্রশ্ন যারা করতে চায় ,তাদের কাছেই সেই উত্তর আছে। যেমন -প্রশ্ন কর্তা পৃথিবীতে কিভাবে এলো?উত্তর হবে ,প্রশ্ন কর্তার পিতামাতার মাদ্ধমে আবার প্রশ্ন কর্তার পিতামাতা পৃথিবীতে কিভাবে এলো ? উত্তর হবে - চলবে। .......এবং স্রষ্টায় গিয়ে প্রশ্ন শেষ।
আমি যা বুঝি বললাম ,ভুল হলে ধরিয়ে দেবেন। আল্লাহু আকবর।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



