
নেট থেকে নেয়া ছবি বা
ইউক্রেনকে সহায়তা নয় ,রাশিয়ার বিরোধিতাই আসল। এই সাধারণ বিষয়টা জেলেনস্কি জানে ও বুঝে। কিন্তু কলকাঠি এখন অম্রিকার
হাতে। তাই দিন দিন অবস্থা খারাপের দিকেই যাচ্ছে ইউক্রেনীয়দের জন্য। নতুন ঘোষণায়
ইউক্রেনে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা।ন্যাটো ও তাই। সৈন্য পাঠানোর সাহস নাই। সবাই নিরাপদ দূরত্ত্বে থেকেই উস্কানি দিচ্ছে এককালের ভার(কৌতুক অভিনেতা ) জেলেনস্কি কে। জেলেনস্কি নিজেও নিজেকে বিশ্ব নেতা ভাবছে হয়তো। গতকাল আম্রিকার পার্লামেন্টে ভাষণ দিলেন ,আবার
জার্মানির পার্লামেন্টে ভাষণ দেবেন। তার দিনকাল ভালোই যাচ্ছে ,মরছেতো জনগণ।
ইউক্রেনের রাশিয়ার সাথে পেরে উঠা অসম্ভব অকল্পনীয় ,ন্যাটো যেমন জানে ,মোড়লরাও জানে ,বাচ্চারাও জানে। ভবিশ্বৎবাণী নয় ,বাস্তবতার নিরিখে। তার পরেও পরিস্থিতিকে সামরিক সরঞ্জাম সহায়তা দিয়ে উস্কানি দিয়েই যাচ্ছে ন্যাটো ও মিত্রবা। উস্কানি না দিয়ে রাশিয়ার সাথে আলোচনা চালানোতে যদি চেষ্টা করে তাহলে সমস্যা নিয়ন্ত্রণে না এলেও অন্তত স্বাভাবিক অবস্থায় থাকে বা থাকতো।
পরিস্থিতি দেখে মনে হয় ধর্মীয় (খ্রিষ্টান )বা জাতিগত (ইউরোপীয় )ভাবেও তাদের মিল নেই ,তাদের একমাত্র মিল শুধু ধনিক শ্রেণী
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




