
ছবি নেট থেকে
রাশিয়া-ইউক্রেন বিষয়ে ইউক্রেনকে উস্কানি দিতে দিতে এ মোড়লীপনার দেওলিয়ায় এসে পরেছে আম্রিকা যে -
চায়নার দরজায় দাঁড়িয়ে। বলতে পারেন আম্রিকার নিজের স্বার্থে নয় ,বরং গণতন্ত্রকে বাঁচাতে বা বিশ্বের শান্তি রক্ষায় তারা কাজ করছে।
যে যেভাবে ভাবুক তবে বাস্তবতা হলো -ইউক্রেন -রাশিয়া ঘটনায় নিজেরা নিরুপায় হয়েই রাশিয়ার বন্ধু ও আম্রিকার প্রতীত্দন্ডি চীনের সহায়তা চাইছে
হোয়াইট হাউসের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ০৩ মিনিটে প্রেসিডেন্ট বাইডেন চীনের প্রেসিডেন্টকে টেলিফোন করেছেন। তার মধ্যে কথোপকথন চলছে।
দেখা যাক। ......
আমেরিকার শিক্ষা কখনোই হবে না ,যতদিন স্বর্ণ ও রিজার্ভ এ আম্রিকার একক ক্ষমতা পরিবর্তন না হয়
তবুও ইউক্রেনের শিক্ষা হয়না,তারা জানে যুদ্ধ যত চলবে টোটো বেশি ইউক্রেনীয় মারা পরবে ও দেশের প্রতিষ্ঠান ধ্বংস হবে।
মোড়লদের মিটিং চলছে ওদিকে ইউক্রেনীয়রা মরছে ,জেলানস্কি নিরাপদে থেকে বিভিন্ন ডায়ালগ দিয়েই যাচ্ছে ,আমেরিকা আসর পাঠাচ্ছে , পুচিন জাতির উদ্দেশ্যে টিভি ভাষণ দিচ্ছে
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২২ ভোর ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




