
একজন কালো তালিকা ভুক্ত লোকের মুখে
কারো প্রশংসা শোনা বা শুনলে সেই লোকটির বিষয়ে পূর্ববর্তী ধারণা গুলো নড়বড়ে হয়ে যায় অথবা
প্রশংসাকারী নতুন কোনো মতলবের দিকে এগুচ্ছে ধরে নেয়া যায়।
বলতে চাইছি বিডি পুলিশ আইজিপি পদের বর্তমান সাহেবের বিষয়ে। যিনি কিছুদিন পূর্বে RAB প্রধান ছিলেন। তিনি বলেছেন -
"বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির জন্য ঈশ্বরপ্রেরিত: "
আমার মতে ,বঙ্গবন্ধু বিষয়ে তিনি কিছু বললে/নাবললে কিছুই যায় আসেনা। প্রশ্ন আসে তাহলে তার মতলবটা কি ?তিনি কি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চাইছেন ? যদিও যে কেউ অংশ নিতে পারে (দন্ডপ্রাপ্ত চোর ছাড়া ).আমেরিকার কালো তালিকা ভুক্ত মানে দন্ডপ্রাপ্য নন।
আমেরিকার কমিটমেন্টের গুরুত্ব -
অধুনা বিশ্বে আমেরিকার গ্রণযোগ্যতা প্রমানের অপেক্ষা রাখে না (কিছু বিতর্কিত বিষয় থাকে সব জায়গাতেই).সেই আমেরিকা বাংলাদেশের প্রতিস্হান ও একজন লোকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, কালো তালিকা ভুক্ত করেছে
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




