
ট্রেন/লঞ্চের টিকেট কালোবাজারি কেন বন্ধ হচ্ছে না ? বন্ধ না হবার কারণ হলো:-প্রক্রিয়াটি,হয়তো প্রশাসন জানেনা বা প্রশাসন, কালোবাজারি বন্ধ করতে চায় না।
এবং এরপরে শুরু হয় "টিকেট চেকার" বিষয়ে যারা দ্বায়িত্ত্ব প্রাপ্ত তাদের একচেটিয়া রাজত্ব। বিষয়টি খোলাসা করি :-
বর্তমানে যেভাবে টিকেট কালোবাজারি হয় ,তার অন্যতম প্রধান কারণ হলো :-
ব্যাক্তিগত দুটি তথ্যের একটি তথ্য নেই বা থাকেনা বা প্রয়োজন হয় না ।
রেজিস্ট্রেশন করতে যা লাগে (হোমপেজের ছবি) টিকেট কিনতে তা লাগেনা ,অর্থাৎ একজন রেজিস্ট্রি করলে ,অনেক জন টিকেট কীটে পারে বা অনেক নাম টিকেট কেনা যায়।
যেমন :-
টিকেট কিনতে ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার সময় আইডিন্টিফিকেশন নাম্বার দিতে হয়। সেটা নিড নাম্বার বা জন্মনিবন্ধন নাম্বার।
কিন্তু টিকেট কেনার সময় ,সেই নাম্বার টি আর প্রয়োজন পড়েনা (হোমপেজের ছবি ) (আমি বলছিনা যে টিকেটে সেই নাম্বারটি ছাপিয়ে দিতে বা ছাপাতে )।
এবং এখন থেকেই কালোবাজারে শুরু। করিমের টিকেটে বহিম ভ্রমণ করে অথচ ধরা পড়েনা। আবার করিমের টিকেটে করিম ভ্রমণ করে তবে এই করিম ও আইডি কার্ডের করিম এক নয়।টিকেটের নাম ও মোবাইল নম্বর প্রত্যেকের চেক করাও ভালো দেখায় না ,যাত্রীরাও বিরক্ত হবে ,সময় বে হবে ইত্যাদি ইত্যাদি অজুহাতের পাহাড়।
তা হলে কি করা যায় , কোন ছোট্ট ডিভাইসের কথা বলেছি শিরোনামে ,এবং ব্যবহার পদ্ধতি কি ?
পরবর্তীতে লিখবো (পরের পোস্ট ইনশাআল্লাহ )
দর্প।
ছোট্ট একটি ডিভাইসে টিকেট কালোবাজারী বন্ধ সম্ভব ।
ডিভাইস ছাড়াও, টিকেট কালোবাজারী বন্ধ সম্ভব ।
টিকেট চেকার ছাড়াও টিকেট কালোবাজারী বন্ধ সম্ভব ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




