
৭১এর জানোয়ার (এখন নিজেরাই মুখোমুখি )
[প্রথমে সারমর্ম বলি:-এখনো সময় আছে ,৭১এর গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাও বাছারা। অভিশাপ করিনা তবে কেন যেনো মনে হয় ,"তোমাদের আরো অধপত্তন হবে " ]
..................
এই হলো তাদের দেশের খবর :-
লোকটি ও তার পুত্র (অর্থ তছরূপে খান্দানি পরিবার )
অর্থপাচার মামলায় জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আবার ২৭সে এপ্রিল পর্যন্ত জামিন বাড়ানো হয়েছে (উমরা করতে যাবেন সেই উছিলায় ) এর মধ্যেই সংবাদ হলেন আবার , সেই সংবাদ হলো - আজ থেকে সেই লোকটি সেই দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন। আধ@পতন আরো হবে ....
........................
মূল সংবাদটি ;-
অর্থ পাচার মামলায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং তার ছেলে হামজা শরীফের জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির একটি বিশেষ আদালত। সোমবার এক রায়ে বিচারক ইজাজ হাসান আওয়ান তাদের জামিন বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
আরো ঐতিহ্য :-
২০২১ সালের এপ্রিল মাসে প্রথম জামিন পেয়েছিলেন তিনি।
২০২০ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। লাহোর হাই কোর্ট সেসময় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




