
ছবি -নেট থেকে (বাংলা এক্সপ্রেস )
সরকারের প্রকৌশলীরা চেষ্টাতো কম করছেন না (!?)
স্থান -বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নতুনবাজার এলাকায় রামনগর ভাড়ানি খাল,এর ওপর নির্মিত সেতু।
দুপাশের রাস্তার সংযোগের জন্য বানানো হলো ৬০ লক্ষ টাকা ব্যায় এ সেতু। সেতু তৈরির পর দেখা গেলো, সড়কের চেয়ে সেতুর উচ্চতা বেশি তাই ব্রিজ ও রাস্তার সংযোগএর জন্য তৈরী হলো সিঁড়ি। সিঁড়ি তৈরী হবার পর দেখা গেলো সিঁড়ি দিয়ে যানবাহন উঠে না। ভেঙে ফেলা হলো সিঁড়ি। এবার দুপাশের সড়ককে ব্রিজের সমান উচ্চতা দেয়ার পরিকল্পনা চলছে।
মোরাল :-
পূর্বের তৈরী সড়কের উচ্চতায় নতুন সেতু নির্মাণ সবাই(প্রকৌশলী) বানাতে পারে।পূর্বের তৈরী সড়ককে,নতুন তৈরী সেতুর উচ্চতায় সংযোগ দিতে কয়জনে পারে ? এটাকেই মেধা বলা হয়

ছবি -নেট থেকে (বাংলা এক্সপ্রেস )
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




