
এই পোস্ট টি স্থাপত্য, ভাস্কর্য বিষয়ে (আমার কাছে ভাস্কর্য মনে হয়েছে) কেউ আবার মঞ্চ মনে করতে পারেন।
যাই হোক :-
ছবিটি কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর বাজারের পূর্ব-দক্ষিণে কাটাখালী খালে তৈরী করা একটি স্থাপত্য ,স্থাপত্যটি ১০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে.অনেকে মনে করতে পারেন এটি সেতু বা ব্রিজ। আসলে ব্রিজ নয় এটা একটি নির্বাচনী মঞ্চ। জীবনে নৌকার গুরুত্ত্ব বুঝতে খালের উপর নির্মাণ করা হয়েছে।
খালের উপর ব্রিজ থাক বা না থাক,পারাপারে নৌকা লাগবেই। অর্থাৎ :-
ভোট দাও বা না দাও নৌকা সরকার চালাবেই।
মূল সংবাদ :-
সড়কহীন সেতুটি। অপরিকল্পিত নির্মাণ করা হয়। প্রায় ১০ বছর আগে খাল পারাপারে সড়কের কয়েক শ মিটার দক্ষিণে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে। স্থানীয় বাধা ও পরামর্শ উপেক্ষা করে নির্মিত সেতু।
মূল সড়ক থেকে কয়েক মিটার দূরে সেতুটির দায়িত্ব কোনো দপ্তর নিচ্ছে না বা
বর্তমানে কেউ দায় স্বীকার করছে না।
একপক্ষ বলেন -(ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা)- সেতুটি ত্রাণ মন্ত্রণালয় বা পিআইও নির্মাণ করেনি।
অপর পক্ষ বলেন - (ইটনা উপজেলা প্রকৌশল)‘কাটাখালী খালের সেতুটি এলজিইডি বিভাগের নয়।
তবে যে ঠিকাদারি
প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করেছিল, সেই ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, ২০১২-১৩ অথবা ২০১৩-১৪ অর্থবছরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সেতুটি নির্মাণ করে। প্রায় ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির জন্য ১৫-১৬ লাখ টাকা বরাদ্দ ছিল।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




