
ছবি ,-পত্রিকার
কলাবাগানের তেঁতুলতলা। (রূপকথায় জানা যায় তেতুল তলায় ভুতের বাস বা আড্ডা। বাস্তবে কোনো তলার প্রয়োজন পরেনা ,যে কোনো জায়গায় দৃশ্যত অস্তিত্ত্ব পাওয়া যায়)
অগ্রিম সতর্কতা,প্রতিপক্ষ যেখানে পোশাকধারী (ব্যাতিক্রম আছে )
মনে রাখতে হবে
এই মাঠের মালিক বাংলাদেশ পুলিশ
আজ প্রধান মন্ত্রী বলেছেন -পুলিশের বহুতল ভবন হবেনা।
তবে -
আমরা জানি প্রধানমন্ত্রীর পদ পরিবর্তনশীল।
প্রতিপক্ষ যেখানে পোশাকধারী এবং সমাজ সেবক !
কলাবাগানের তেঁতুলতলা মাঠকে সমাজের জন্য পার্ক করতে পারে।
পরবর্তীতে ,পার্ক ভেঙে .....(কারণ বলবে - পার্কে অসামাজিক কাজ হয় )
তাই মাঠ বিষয়ে একমত হয়ে চুক্তি স্বাক্ষর করা হোক। মালিকানা যে নামেই থাকুক।
একান্তই নিজের মনের কথা বললাম ,কাউকে হেই করা উদ্দ্যেশ্ব নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


