সুপর্ণা আপু, কেন তোমরা ওসব করতে যাও?
সুপর্ণা আপু, এই ধরনের খবর শুনে চিন্তা করি। কাকে দোষ দিব? কাকে দায়ী করব? তোমাদের? লম্পট নজরুলদের? না অপসংস্কৃতিকে?
তুমি তো সবকিছু ছেড়ে চলে গিয়েছ। কিন্তু সময় এসেছে তুমি বা তোমার মতো পরিণতি যাদের হয়েছে তাদের দেখে অনেকের শিক্ষা নেয়ার। আপু, তুমি আত্মহত্যা করেছ। কি পরিমাণ আঘাত ও লজ্জ্বা পেলে মানুষ আত্মহত্যা করে তা সবাই বুঝতে পারে। সব কিছু শেষ করে তুমি চলে গেলে না ফেরার জগতে। তোমার ছবির দিকে যখন দেখি তখন কান্না চলে আসে। কষ্টে বুকটা হাহাকার করে উঠে। তোমার প্রতি যে অন্যায় করেছে সে অন্যায়কারীর প্রতি সর্বোচ্চ ঘৃণা প্রকাশ করেই বুকের ভিতর কান্না ও কষ্ট নিয়েই কিছু প্রশ্ন তোমাকে করতে চাই।
১। পত্রিকার খবরেই প্রকাশ হয়েছে তুমি বিবাহিত। সেই বিবাহও ছিল প্রেমের বিয়ে। তুমি ও তোমার স্বামী আশীষের ভিতর গভীর প্রেম ছিল বলেই তোমরা দু'জন পরিবারের অমতে ২০০৪ সালে বিয়ে করেছ। এরপর তোমরা সুখেই ছিলে। কিন্তু এর মধ্যে কেন তুমি নজরুলের সাথে মিশতে গেলে? বর্তমানে দেশে লাম্পট্যপণার জন্য একনম্বর দায়ী যারা সে সংগঠনের কর্মী নজরুল। এমনকি সে তোমার একই ধর্মেরও নয়। এসব জেনেও কেন তুমি তার সাথে সম্পর্ক করতে গেলে?
২। পত্রিকার খবরেই বলা হয়েছে তোমার সরলতার সুযোগে নজরুল তোমার অশ্লীল ভিডিও তৈরি করেছে। কিন্তু তুমি কেন তাকে সে সুযোগ দিতে গেলে? এটা কি রকম সরলতা? আরেকজন পুরুষের সাথে কি পরিমাণ সম্পর্ক হলে একজন মেয়ে নিজেকে এভাবে উম্মুক্ত করে দেয়? এ ধরনের অবৈধ সম্পর্ক কেন তুমি তার সাথে করতে গেলে? ওই সময় তোমার কি তোমার স্বামীর কথা মনে আসেনি? তোমার ৭/৮ বছরের বিবাহিত জীবনের কথা চিন্তায় আসেনি?
৩। আপু, খুব দুঃখ হয়। তোমার মতো শিক্ষিত মেয়েরা যখন এসব করে। নিজের স্বামীকে রেখে কেন তুমি নিজেকে অপরের সামনে উম্মূক্ত করতে গেলে? কি প্রয়োজন ছিল এ সবের? যখন উম্মূক্ত হচ্ছিলে তখন কেন তোমার মনে আসেনি নজরুল তোমার সাথে বেইমানী করতে পারে? তুমি বিবাহিত ও ভিন্ন ধর্মের। এসব জেনেও নজরুল যখন তোমাকে উম্মূক্ত হতে বলেছে, তোমাকে কাছে পেতে চেয়েছে, তখন কেন তোমার মনে আসেনি নজরুল আসলে তোমাকে ভোগ করতে চাচ্ছে? এসব কোন ভালবাসা নয়। এসব শঠতামী। এসব কেন তুমি বুঝনি?
৪। তাহলে কি ছিল তোমার উদ্দেশ্য? তুমি কি তোমার স্বামীকে ছেড়ে যেতে চেয়েছিলে? কেন এত সরলতা তুমি নজরুলকে দেখাতে গেলে? নজরুলকে কি কারণে তুমি এত বিশ্বাস করতে গেলে? তোমার এই পরিণতির জন্য নজরুলের শঠতামীর সাথে সাথে তোমার নিজের অবিশ্বস্ততাও কি দায়ী নয়?
৫। কেন আপু তোমরা এসব করতে যাও? নিজেকে ভূলে, নিজের অবস্থান ভূলে, নিজের স্বামীকে ভূলে, বাচ্চা ভূলে কোন সংষ্কৃতি তোমাদেরকে এ ধরনের অনৈতিক সম্পর্ক গড়তে বলে? তোমার মতো শিক্ষিত মেয়েরাও যদি এসব না বুঝে তাহলে কিভাবে মেয়েরা এগিয়ে যাবে? মেয়ে হিসেবে খুব দুঃখ ও লজ্জ্বা লাগে তোমাদের এসব কান্ড দেখে।
রিলেটেড পোস্ট- আদৃতা, আর কি হারানোর পর তোমরা সচেতন হবে?
চট করে আসো আপা
চট করে আসো আপা চট করে আসো
অপেক্ষায় থেকে গেল সেপ্টেম্বর মাসও।
কথা ছিল টুপ করে, ফেলে দিলে শেষ
আগষ্ট মাস এলে সব গোলমাল দেশ।
তুমিও পালালে, পালাইনা বলে
তোমার আগেই নেতারা গেল সব... ...বাকিটুকু পড়ুন
নতুন বাংলাদেশের যাত্রা শুরুর ৩৮ দিন!!!!
পতিতা হাসিনাকে লাথি মেরে দেশ থেকে ভাগিয়ে দেয়ার পর মেঘে মেঘে খানিকটা বেলা হলো। ইচ্ছা ছিল, ড. ইউনুস সরকারের একমাস পূর্তিতে একটা রিভিউ পোষ্ট দিবো। কিন্তু এ্যাজ ইউজ্যুয়াল, ইচ্ছাটা... ...বাকিটুকু পড়ুন
ভাঙ্গার কথা ছিলো অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি, স্বজনপ্রীতি।
ভাঙ্গার কথা ছিলো অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি, স্বজনপ্রীতি। কিন্তু আপনারা মাজার শরীফ, দরগা শরীফ ভাঙছেন। যুক্তি হচ্ছে, ঐসব জায়গায় মাদক সেবন হয়, গান বাজনা হয়। বুঝলাম, আপনারা আপনাদের স্বাধীন দেশে মাদক... ...বাকিটুকু পড়ুন
লাইফ ইজ বিউটিফুল'...
'লাইফ ইজ বিউটিফুল'...
Roberto Benigni এর গল্প এবং পরিচালনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন নাজি বন্দী শিবিরের একটি পরিবারের বন্দী জীবন নিয়ে অসাধারণ সুন্দর যুদ্ধ এবং কমেডি ধাঁচের মুভি। সুখ যেমন... ...বাকিটুকু পড়ুন
ইউনুস সরকার কেন ফেইল করবে?
১। কিছুদিন আগে গোপালগঞ্জে আর্মির উপর ভয়ানক হামলা হয়। ৪টি আর্মির গাড়ী পুড়িয়ে দেওয়া হয়। আর্মির উচ্চপদস্থ কর্মকর্ত সহ বেশ কয়েকজন সৈনিক গুরতর আহত হয়। গতকালকে গোপালগঞ্জে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন