দিন কয়েক আগে আমি একটা লেখা লিখেছিলাম পূর্ণিমা নিয়ে - "পুষ্প পূর্ণিমা"।
পুষ্প পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা কিন্তু একই, আবার এই পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমাও বলে।
আরো চার-পাঁচ বছর আগে আমি হঠাৎ করে লক্ষ্য করি পত্রিকাতে যে দিন বুদ্ধ পূর্ণিমার কথা লিখে সেদিন আসলে চাঁদের পূর্ণিমা থাকে না। অর্থাৎ বাংলাদেশে যেদিন বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় সেদিন আসলে আকাশে পূর্ণিমার চাঁদ থাকে না। সত্যিকারের পূর্ণিমা হয় তারও এক-দু দিন পরে।
যেমন এই বছর বুদ্ধ পূর্ণিমা পালন করা হলো ১৩ই মে। কিন্তু মে মাসের সত্যিকারের পূর্ণিমা হবে আগামী কাল ১৫ই মে।
চাঁদের সাথে বুদ্ধ পূর্ণিমার এই তফাতটা কেনো হয় কার কি জানা আছে?দিন কয়েক আগে আমি একটা লেখা লিখেছিলাম পূর্ণিমা নিয়ে - "পুষ্প পূর্ণিমা"।
পুষ্প পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা কিন্তু একই, আবার এই পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমাও বলে।
আরো চার-পাঁচ বছর আগে আমি হঠাৎ করে লক্ষ্য করি পত্রিকাতে যে দিন বুদ্ধ পূর্ণিমার কথা লিখে সেদিন আসলে চাঁদের পূর্ণিমা থাকে না। অর্থাৎ বাংলাদেশে যেদিন বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় সেদিন আসলে আকাশে পূর্ণিমার চাঁদ থাকে না। সত্যিকারের পূর্ণিমা হয় তারও এক-দু দিন পরে।
যেমন এই বছর বুদ্ধ পূর্ণিমা পালন করা হলো ১৩ই মে। কিন্তু মে মাসের সত্যিকারের পূর্ণিমা হবে আগামী কাল ১৫ই মে।
চাঁদের সাথে বুদ্ধ পূর্ণিমার এই তফাতটা কেনো হয় কার কি জানা আছে?