somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুক্তিবাক্য

১০ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্তিবাক্য হল এমন একটি বাক্য যেখানে বর্ণমালার সবগুলো বর্ণ অন্তত একবার করে আছে। যেমন ইংরেজি "The quick brown fox jumps over the lazy dog" বাক্যটিতে ইংরেজি বর্ণমালার ২৬ টি বর্ণই কমপক্ষে একবার করে আছে।



ইংরেজির তুলনায় বাংলা শুক্তিবাক্য তৈরি করা খুবই কঠিন কাজ। অনেকেই এই কঠিন কাজ সম্পন্ন করার চেষ্টা করেছেন।


যতদূর জানা যায় কলকাতা থেকে প্রকাশিত 'প্রসঙ্গ বাংলাভাষা' বইয়ে ভারতীয় ভাষাবিদ মনোজকুমার মিত্রের লেখা “বাংলা ইঞ্জিনিয়ারিং বর্ণমালা” প্রবন্ধে প্রথম বাংলা ভাষায় প্যানগ্রাম বা শুক্তিবাক্য তৈরি করেন। সেটি ছিলো নিম্নরূপ -

বিষণ্ণ ঔদাসীন্যে ঊষাবৌদি বাংলাভাষায় প্রচলিত ঈশপের নিখুঁত গল্পটির অর্ধেক বলতেই ঋতু ভুঁইঞা আর ঐন্দ্রিলা দারুণ হৈ-হৈ করে উঠল—ওঃ, ব্যাস্ এবার থামো বুঝেছি বড্ডো পুরানো ঢঙের কেমন এক গল্প যার নীতি বাক্য হল--"মূঢ় আড়ম্বর ও আত্মশ্লাঘার ফল জীবনে বিঘ্ন ও বৃহৎ ক্ষতি"—তাই না, এ্যাঁ?


ব্লগার জিকো তৈরি করেন নিচের বাংলা প্যানগ্রামটি।
বর্ষামুখর দিন শেষে, ঊর্দ্ধপানে চেয়ে যখন আষাঢ়ে গল্প শোনাতে বসে ওসমান ভুঁইঞা, ঈষান কোণে তখন অন্ধকার মেঘের আড়ম্বর, সবুজে ঋদ্ধ বনভূমির নির্জনতা চিরে থেকে থেকে ঐরাবতের ডাক, মাটির উপর শুকনো পাতা ঝরে পড়ে ঔদাসীন্যে, এবং তারই ফাঁকে জমে থাকা ঢের পুরোনো গভীর দুঃখ হঠাৎ যেন বৃষ্টিতে ধুয়ে মুছে ধূসর জীবনে রঙধনু এনে দেয়।


সাধুভাষায় রচিত আরেকটি বাংলা প্যানগ্রামের চেষ্টা রয়েছে। এটি আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ কর্তৃক সংগৃহীত ও কিছুটা সংস্কারকৃত।
মহারাজ ঊষাকালে বৃহৎ ঐরাবতে রাজপথের অর্ধেক প্রদক্ষিণ করতঃ হঠাত উক্তি করিলেন, “এই ঢোল‌ পাখোয়াজ, শাস্ত্রীয় সঙ্গীতের ঝংকার ও সৌরভ মন্দ্রিত আড়ম্বরপূর্ন রঙিন জীবনের ছত্রতলে যে বিষণ্ণ দারিদ্র তাহা কি ঈষৎ ঔদাসীন্য, অপ্রচলিত বৈদেশিক নীতি নাকি বারভুঁইঞার সহিত পুরাণো এবং আত্মঘাতী ডামাডোলের ফসল?

‘শুবাচ লিটল ম্যাগ’-এর প্রথম সংখ্যায় প্রকাশিত শাহিদুল হকের লেখা আরো একটি বাংলা শুক্তি বাক্য রয়েছে-
ঊনিশে কার্তিক রাত্র সাড়ে আট ঘটিকায় ভৈরবনিবাসী ব্যাংকের ক্ষুদ্র ঋণগ্রস্ত অভাবী দুঃস্থ পৌঢ় কৃষক এজাজ মিঞা হাতের কাছে ঔষধ থাকিতেও ঐ ঋণের ডরেই চোখে ঝাপসা দেখিয়া বুকের যন্ত্রণায় ঈষৎ কাঁপিয়া উঠিয়া উঠানে বিছানো ধূসর রঙের ফরাশের উপর ঢলিয়া পড়িলেন।


পথিক পরাণ নামে আরো একজন লিখেছেন-
"অদ্য আষাঢ়ে ঊষায় ঈশাণ কোণে মেঘের ফাঁকে বিদ্যুৎচ্ছটার ঝলক ঠাওড়ে ঋষভ মিঞা ঔপল আখড়ায় ঐকতান ভাংগিয়া ডমরু ও এসরাজ সহযোগে দুঃখ উথলাইয়া ঢাকে ইমন ধুয়া ব্যঙ্গময় করিলেন"


আরো কিছু বাংলা শুক্তি বাক্য পাওয়অ যায়, যেমন –
'আষাঢ়ের এক সকালে ঈষান কোণে মেঘের আড়ম্বর এবং সবুজে ঋদ্ধ এই বনভূমির নির্জনতা চিরে ঐরাবতের ডাকে মনে হল ঔদাসীন্যে ঝরে পড়া মাটির উপর শুকনো পাতার ফাঁকে জমে থাকা ঢের পুরনো যত গভীর দুঃখ হঠাৎ বৃষ্টিতে ধুয়ে মুছে অন্ধকার, ঊষর ও নঞর্থক জীবনে রঙধনু এনে দেবে।'


আর বাংলা সাহিত্যে সবচেয়ে ছোট শুক্তিবাক্যের লিখেছেন ফরিদ উদ্দিন।
ঈশ,
ঢিড ঔৎসুকী, অঋণী গূঢ় ঐ আচ্ছা যোদ্ধা জঁ মিঞা ; এই বাংলার নথি, ঠাট, ঝড়, ঘ্রাত, ভূত ও হউ ঊষা ফিঙে পাখি।

টিকাঃ
ঈশ - ঈশ্বর।
ঢিড - ভীষণ।
গূঢ় - লুকায়িত।
ঠাট - সেনাদল।
হউ - হয়।
জঁ মিঞা - মুক্তিযোদ্ধা জঁ ক্যা একজন ফরাসি নাগরিক। ১৯৭১ সালে বাংলাদেশকে সাহায্য করতে পাকিস্তানের একটি বিমান ছিনতাই করতে চেষ্টা করেছিল।

ভাবার্থঃ হে ঈশ্বর, অঋণী ভিষণ আগ্রহী মুক্তিযোদ্ধা জঁ ক্যা বা আচ্ছা যোদ্ধা জঁ মিয়া এই বাংলার লুকায়িত নথীতে ঝড়ো যোদ্ধা, একটি সেনাদল, ভুয়সী প্রশংসাকারী ফুলের ঘ্রাণ। তাই সে আমাদের মাঝে বেঁচে আছে চঞ্চল ফিঙে পাখির মতো।



শুক্তি কবিতা
শ্যামল চন্দ্র দাসের লেখা একটি শুক্তি কবিতা ছিলো। মূল কবিতাটিতে ঔ বর্ণটি অনুপস্থিত ছিলো বলে পরবর্তীতে সাকিব নূর আশরাফ সেখানে ঔ বর্ণটি যুক্ত করেন।

হৃদয়ের চঞ্চলতা বন্ধে ব্রতী হলে
জীবন পরিপূর্ণ হবে নানা রঙের ফুলে।
কুঞ্ঝটিকা প্রভঞ্জন শঙ্কার কারণ
লণ্ডভণ্ড করে যায় ধরার অঙ্গন।
ক্ষিপ্ত হলে সাঙ্গ হবে বিজ্ঞজনে বলে
শান্ত হলে এ ব্রহ্মাণ্ডে বাঞ্ছিতফল মেলে।
আষাঢ়ে ঈশান কোনে হঠাৎ ঝড় উঠে
গগন মেঘেতে ঢাকে বৃষ্টি নামে মাঠে
ঊষার আকাশে নামে সন্ধ্যার ছায়া
ঐ দেখো থেমে গেছে পারাপারে খেয়া।
শরৎ ঋতুতে চাঁদ আলোয় অংশুমান
সুখ দুঃখ পাশা পাশি সহ অবস্থান।
যে জলেতে ঈশ্বর তৃষ্ণা মেটায়
সেই জলেতে জীবকুলে বিনাশ ঘটায়।
রোগ যদি দেহ ছেড়ে মনে গিয়ে ধরে
ঔষধের সাধ্য কি বা তারে সুস্থ করে?



এছাড়াও শাহিদুল হক সকল বর্ণের সহযোগে ২টি ছড়াও লেখেন-
১। ক্ষুদ্র ঋণ
ঋণের ডরে প্রৌঢ় কৃষক
ঝাপসা দেখে চোখে
জাল ছড়ানো ঋণের ফাঁদে
না বুঝেই সব ঢোকে।
অবশেষে সব হারিয়ে
নিঃস্ব হয়ে ঘোরে
উপায়হীনের নেই যে কেহ
বাঁচবে তাকে ধরে।
ঔষধপথ্য জোটে না আর
পুলিশ এসে বান্ধে
ঈশান কোণে মেঘের ভয়ে
গরীব মিঞা কান্দে।
শেয়াল সংঘের ঐকতানে
ঠগের বাঁশি বাজে
রাঙা ঊষা আর ওঠে না
চাষার জগৎ মাঝে।




ঘূর্ণিঝড়ে ঊষা বক্ষে
ঈগল অনুঃ ছায়া ঐ
প্রৌঢ় ঋভু মঞ্চে উঠে
ঔদার্য খোঁজে ওই।

ডিঙা ঢং তফাৎ আশা
এ ধারটা থেকে হাসা।



বিদ্রোহী ভৃগু লিখেছেন
"আদম ও ঈভ ঐ বেহেশেতে
অনঢ় ঋজু সূখে;
অকস্মাৎ ঝড় ফু......।
গগনে ঢঙ, ডং--ধ্রি..
থৈ পিছলে ঠা.......
এ যে উষ্ণ চর ঘাটা দু'নইয়া
ঔঃঁ ।।


তথ্যসূত্র
https://www.somewhereinblog.net/blog/faridsworld07/29757131
https://shubach.blogspot.com/2014/07/blog-post_41.html
http://iazico.blogspot.com/2007/07/blog-post_22.html
http://bangalabhasha.blogspot.com/2007/06/blog-post_26.html
https://www.facebook.com/permalink.php?id=101907041564221&story_fbid=126424849112440
https://www.wikiwand.com/id/Daftar_pangram
https://bn.wikipedia.org/wiki/শুক্তিবাক্য
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণভবনের গুপ্তধন!!!

লিখেছেন অনুপম বলছি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬

♦️উনার চরিত্র হননের জন্য গণভবন খুলে রেখেছিলেন। ভেবেছিলেন হাজার হাজার কোটি টাকা পাবে, বিলাসবহুল জীবনযাপন দেখবে জাতি, সোনা-দানা হীরা-জহরত মণি-মুক্তায় পূর্ণ থাকবে গণভবন!
♦️লুটপাটকারি থেকে শুরু করে আপনারা বকরি হয়ে... ...বাকিটুকু পড়ুন

মানুষ আপনাদের ১৩ কোটি টাকা অন্ধের মতন দিসে বন্যার্তদের মাঝে দান করার জন্য

লিখেছেন আহসানের ব্লগ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪

ত্রানের টাকা চুরি হয় নাই,ব্যাংক একাউন্টে আছে, মানুষ আপনাদের ১৩ কোটি টাকা অন্ধের মতন দিসে বন্যার্তদের মাঝে দান করার জন্য। এগুলো কারো মৃত মায়ের জমানো টাকা, কারো স্বর্গবাসী পিতা মাতার... ...বাকিটুকু পড়ুন

=ক্লান্তি অনুভব হলেই সবুজের কাছে ফিরে যাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২



©কাজী ফাতেমা ছবি
যখনই ক্লান্তি ছুঁয়ে যায় চোখ, চোখের কিনারে ঝাপসা আলো
সবুজের কাছে যাই, যেখানে কেবল সবুজের হাতছানি,
সকল ভ্রান্তি মুছে যায়, লাগে বড় ভালো,
মিহি হাওয়ায় সুখে হয় উতলা মনখানি।

যখনই... ...বাকিটুকু পড়ুন

রিজার্ভ, ক্যাশ ও সরকারের বড় বড় ব্যয়ের খাত সম্পর্কে জানানোর দরকার ছিলো।

লিখেছেন সোনাগাজী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭



**** পোষ্ট সামনের পাতায় যায় না; পোষ্টটিতে নতুন কিছু আছে মনে হলে, ১টি লাইক দিবেন, ধন্যবাদ। ****

সরকার পতনের পর, ১ জন সচেতন নাগরিক প্রথমেই দেশের নতুন... ...বাকিটুকু পড়ুন

ভাগ্যিস বিখ্যাতগণ নেই.......

লিখেছেন জটিল ভাই, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে)

সকল... ...বাকিটুকু পড়ুন

×