
গত মাসে লক্ষ্য করলাম আমাদের রাজীব নুর ভাই হঠাত করেই প্রচুর পোস্ট করছেন।
উনি সব সময় প্রচুর পোস্ট করেন। আমার ধারনা গত ২৪ মাসের গর করলে প্রতি মাসের ভাগে ৮০টি করে পোস্ট পরবে রাজীব নুর সাহেবে। কিন্তু গত মাসে উনি পোস্ট করেছেন ১৩৩টি!! ফলে প্রতিনিয়তই প্রথম পাতায় উনার কমপক্ষে ২টি পোস্ট থাকতো। কখনো কখনো ৩টি পোস্ট দেখতাম। বিষয়টি আমি লক্ষ্য করে উনার পোস্টে জানিয়ে ছিলাম।
গত কিছুদিন ধরে লক্ষ্য করছি রাজীব নুর ভাইয়ের পথে হাঁটা ধরেছেন জটিল ভাই!!
গত ২৪ মাসে জটিল ভাই সম্ভবতো মোট ৪০টির মতো পোস্ট করেছেন। এই মে মাসের ২৩ দিনে উনি পোস্ট করেছেন ৪৩টি। ফলে রাজীব নুর সাহেবে মতো জটিল ভাইয়েরও প্রতিনিয়তই প্রথম পাতায় ২ পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে। বিষয়টি আমি লক্ষ্য করে উনার পোস্টে জানিয়ে ছিলাম।
প্রথম পাতায় পোস্ট থাকে ১৫টি, যার মধ্যে রাজিব নুর ভাই আর জটিল ভাই ৪ থেকে ৫টি প্রতিনিয়তো দখল করে রাখছেন। মাঝে মাঝে আরো কয়েকজন ব্লগার পরাপর একাধিক পোস্ট প্রথম পাতায় করে থাকেন। আমারও ১টি পোস্ট প্রায় প্রতিদিন প্রথম পাতায় আসে। এমন আরো অনেকেরই আসে।
আমি আরো একটি জিনিস লক্ষ্য করেছি, সম্ভবতো গতপরশু বা গাতকাল থেকে।
আমাদের সকলের প্রিয় ব্লগার চাঁদগাজী সাহেব ব্লগার জটিল ভাইকে প্রথম পাতায় একাধিক (উনার ভাষায় গার্বেজ) পোস্ট করা থেকে বিরত থাকার জন্য বলেছেন। জটিল ভাই সেটা আমলে নিচ্ছেনা।
চাঁদগাজী সাহেব ব্লগার রাজীব নুর ভাইকে প্রথম পাতায় একাধিক পোস্ট করা থেকে বিরত থাকার জন্য বলেছেন কিনা তা আমার চোখে পড়ে নাই।
সমস্যা হচ্ছে- কেউ যখন একাধিক পোস্ট প্রথম পাতায় একই সাথে দিয়ে রাখেন, তখন অন্য ব্লগারদের পোস্ট গুলি প্রথম পাতায় থাকার সুযোগ কম পাচ্ছে।
ব্লগে গতি বেড়েছে দেখে ভালো লাগছে।
তবে প্রথম পাতায় একাধিক পোস্ট না করাই ভালো (নিজস্ব মতামত)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


