অনেকদিন আগে একটি হিন্দী মিস্ট্রি থ্রিলার মুভি দেখেছিলাম, নাম বদলা (Badla)।
মুভির মেইন দুটি চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু।
সিনেমায় দেখানো হয়েছে পরকিয়ায় লিপ্ত এক জুটি তাদের অভিসার শেষ করে ফেরার পথে নির্জন এক বনভূমির মাঝে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। বিপরীত দিক থেকে আসা গাড়িটি একা একটি যুবক গাড়ি চালিয়ে আসছিলো। সেই কাপল নিজেদের গাড়ি থেকে নেমে যুবকের গাড়িটির কাছে গিয়ে দেখে যুবকটি মারা গেছে। তারা পুলিশি ঝামেলার হাত থেকে বাঁচতে এবং নিজেদের অবৈধ সম্পর্কের কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সিদ্ধান্ত নেয় যুবকের লাশটি তারা গাড়িসহ লুকিয়ে ফেলবে।
পুরুষটি যুবকের গাড়িটিতে উঠে যুবকের লাশ সহ চলে যায় লাস আর গাড়ি লুকিয়ে ফেলতে। আর মেয়েটি নিজেদের গাড়ি নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের গাড়ি বিগড়ে যায়। ঠিক সেই সয়ম সেখানে অন্য একটি গাড়ি এসে উপস্থিত হয় এবং বিগড়ে যাওয়া গাড়িটিকে নিজেদের গেরেজে নিয়ে গিয়ে সারিয়ে দেয়। দুর্ভাগ্যবশত সাহায্য করতে আসা গাড়িটি ছিলো মৃত যুবকের পিতা-মাতার।
কাহিনী এগিয়ে যেতে থাকে। হঠাত একদিন তাদেরকে ব্লাকমেই করে টাকা চায় একজ অজানা লোক। টাকা নিয়ে হাজির হতে বলে একটি নির্দিষ্ট হোটেলের আগে থেকে রিজার্ভ করে রাখা রুমে। টাকা নিয়ে তারা সেখানে হাজির হয়। কিন্তু তারপরেই সেই রুমে পুরুষটিকে মৃত এবং মেয়েটিকে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। টাকা গুলি ছড়িয়ে ছিটিয়ে আছে ঘর ময়। সেই বন্ধ কামরা থেকে বের হওয়ার সব রাস্তা ছিলো ভিতর থেকে বন্ধ করা। পুলিশ নানান কারণে সন্দেহ করে জীবিত মেয়েটিকে। কিন্তু সে টাকা খরচ করে নানান কৌশলে মিথ্যা এ্যালিবাই তৈরি করে নিজেকে অনেকটাই নির্দোষ প্রমান করে ফেলে। ঠিক সেই সময় আদালতে তার বিরুদ্ধে একজন স্বাক্ষী হাজির করা হয়। সেই স্বাক্ষী যাতে আদালতে মেয়েটিকে কোনো ঝামেলায় ফেলতে না পারে তাই একজন পরামর্শককে পাঠায় মেয়েটির উকিল। সে আসামীকে সব কিছু শিখিয়ে পড়িয়ে প্রস্তুত করবে কেস জিতার জন্য।
এখান থেকেই আমরা দেখতে পাই একই ঘটনার অনেকগুলি সম্ভাব্য গল্প। শেষ পর্যন্ত আসামীর মুখ থেকে আমরা জানতে পারি আসলেই সেই দিন কি ঘটেছিলো, এবং উন্মচিত হয় আরো একটি রহস্যের।
যাইহোক সিনেমাটি আমার কাছে চমৎকার লেছিলো। এর আগেও এমন কিছু ছবি দেখেছি বলে ঝাপসা ঝাপসা মনে হয় আমার। তবে এই বদলা সিনেমাটি কিন্তু ৯৮% কপি করা হয়েছে একটি স্পেনিস ছবি "The Invisible Guest (Spanish: Contratiempo; lit. Setback)" থেকে। প্রায় হুবহু নকল করা হয়েছে। শুধু "The Invisible Guest" সিনেমার পুরুষটির অবস্থানে বদলা সিনেমাতে আছে মেয়েটি আর মেয়ের অবস্থানে আছে পুরুষটি। আর "The Invisible Guest" সিনেমার পরামর্শকটি ছিলেন মহিলা তার বদলে বদলা সিনেমায় ছিলো পুরুষ।
সিনেমাতে জানানো হয়েছে এটি রিমেক।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৮