
আজ সন্ধ্যার পর থেকেই আতশ বাজী পোড়ানো, ফানুস উড়ানো শুরু করবো।
জানি ইহা মন্দকাজ, পাপ কাজ, আপনি বলবেন ইসলামে হারাম কাজ।
আমি এই হারাম কাজ করার জন্যই প্রস্তিতি নিচ্ছি।
এই সম্পর্কে মেলা ওয়াজ নসিহত শুনেছি।
আজকেও মসজিদের খতিব সাহেব বয়ান করেছেন এই সব না করার জন্য।

আমার দাড়ি আছে, কিছু নামাজও পড়ি। তবে এখনো পরাপুরি সহিপথে আসা হয়ে উঠেনাই। শয়তান চলে আমার সাথে সাথে। শয়তানের ধোকায় পরে আজকে বাজী ফুটাবো বিষয়টাতা নায়। বছরের যেকোনো দিন ফাটালে যে আনন্দ পেতাম তারচেয়ে কিন্চিত বেশী পাওয়া যাবে কারণ আজ রাতে চারপাশে বাজী ফুটবে তাই। অনো কোনো বিষয় নাই, নতুন বছরের আগমন বা পুরানের বিদায় নয়। শুধুই আনন্দের জন্য এই বাজী ফাটানো।
হে বাজীর শব্দে আপনার কিছুটা ডিস্টার্ব হবে সত্যি। একটা দিন এতোটুকু মেনেনেন কষ্ট করে।



ছবি তোলার স্থান : নিজবাড়ি, উত্তর বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ৩১/১২/২০২১ ইং
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইলো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


