
দুই কন্যা সাইয়ারা ও নুয়াইরা
বইমেলা শুরু হওয়ার পরে থেকই আমার ছোট কন্যা নুয়াইরা বার বার বলছে বই মেলায় নিয়ে যেতে। এবছর সে অনেক অনেক বই কিনবে ঠিক করেছে। নানান কারণে বই মেয়রায় যাওয়া হয়ে উঠছিলো না। এদিকে বড় কন্যা সাইয়ারার পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত গত পরশু ২৮শে ফেব্রুয়ারি দুপুরের পরে চলে গেলাম বিবি-বাচ্চাদের নিয়ে বই মেলায়।
প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গনে কিছুক্ষণ বেড়ালাম। নুয়াইরা একটি বই কিনলো। কিছুক্ষণ পরে গেলাম সোহরাওয়ার্দী উদ্যান অংশে। বেশ কিছুটা ঘুরে ক্লান্ত ও ক্ষৃধার্ত হয়ে পৌছলাম খাবারের দোকানের নির্দিষ্ট অংশে। চিকেন চাপ, বটি কাবাব আর ঝাল ফ্রাইয়ের সাথে লুচি দিয়ে বেশ একচোট খাওয়া হয়ে গেলো।
আবার শুরু হলো বই দেখা। শেষে বই-টই কিনে, আইক্রিম খেয়ে সন্ধ্যার পরে বেরিয়ে আসলা মেলা থেকে। নুয়াইরা গোটা দশেক বই কিনেছে। সাইয়ার কিনেছে কয়েকটি, যার একটির নাম সম্ভবতো গোস্ট ইন দ্যা হাউস।
বই মেলায় অল্প কয়েকটি ছবি তুলেছিলাম মোবাইলে। সেগুলি রইলো।







যেহেতু এবারই প্রথম আমি বই মেলায় গিয়ে একটিও বই কিনিনি, তাই এটি বইমেলা ভ্রমণ হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



