বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আদেশ ১৯৭৪-এর ২নং অনুচ্ছেদের 'জ' ধারা অনুযায়ী বাংলাদেশের জাতীয় উদ্যান হচ্ছে - "মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যবিশিষ্ট অপেক্ষাকৃত বৃহত্তর এলাকা, যার মুখ্য উদ্দেশ্য প্রাকৃতিকভাবে সুন্দর চিত্রানুগ দৃশ্য, উদ্ভিদকুল রক্ষা এবং সংরক্ষণ করা ও যেখানে বিনোদন, শিক্ষা এবং গবেষণার জন্য জনসাধারণের প্রবেশ অনুমতি দেওয়ার ব্যবস্থা থাকে।"

বাংলাদেশে মোট ১৯টি জাতীয় উদ্যান রয়েছে। সেগুলি হচ্ছে-
০১। আলতাদীঘি জাতীয় উদ্যান : নওগাঁতে ২৪-১২-২০১১ তারিখে ২৬৪.১২ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০২। কাদিগড় জাতীয় উদ্যান : ময়মনসিংহে ২৪-১০-২০১০ তারিখে ৩৪৪.১৩ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৩। কাপ্তাই জাতীয় উদ্যান : পার্বত্য চট্টগ্রামে ০৯-০৯-১৯৯৯ তারিখে ৫,৪৬৪ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৪। কুয়াকাটা জাতীয় উদ্যান : পটুয়াখালীতে ২৪-১০-২০১০ তারিখে ১,৬১৩.০০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৫। খাদিমনগর জাতীয় উদ্যান : সিলেটে ১৩-০৪-২০০৬ তারিখে ৬৭৮.৮০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৬। নবাবগঞ্জ জাতীয় উদ্যান : দিনাজপুরে ২৪-১০-২০১০ তারিখে ৫১৭.৬১ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৭। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান : নোয়াখালীতে ০৮-০৪-২০০১ তারিখে ১৬,৩৫২.২৩ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৮। বাড়ৈয়াঢালা জাতীয় উদ্যান : চট্টগ্রামে ০৬-০৪-২০১০ তারিখে ২৯৩৩.৬১ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৯। বীরগঞ্জ জাতীয় উদ্যান : দিনাজপুরে ২৪-১২-২০১১ তারিখে ১৬৮.৫৬ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১০। ভাওয়াল জাতীয় উদ্যান : গাজীপুরে ১১-০৫-১৯৮২ তারিখে ৫,০২২.০০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১১। মধুপুর জাতীয় উদ্যান : টাঙ্গাইল, ময়মনসিংহে ২৪-০২-১৯৮২ তারিখে ৮,৪৩৬.০০ হেক্টর জায়গা জুড়ে
প্রতিষ্ঠিত।
১২। মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান : কক্সবাজারে ০৮-০৮-২০০৮ তারিখে ৩৯৫.৯২ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৩। রামসাগর জাতীয় উদ্যান : দিনাজপুরে ৩০-০৪-২০০১ তারিখে ২৭.৭৫ হেহেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৪। লাউয়াছড়া জাতীয় উদ্যান : মৌলভীবাজারে ০৭-০৭-১৯৯৬ তারিখে ১,২৫০.০০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৫। সাতছড়ি জাতীয় উদ্যান : হবিগঞ্জে ১৫-১০-২০০৫ তারিখে ২৪২.৯১ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৬। সিংড়া জাতীয় উদ্যান : দিনাজপুরে ২৪-১০-২০১০ তারিখে ৩০৫.৬৯ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৭। হিমছড়ি জাতীয় উদ্যান : কক্সবাজারে ১৫-০২-১৯৮০ তারিখে ১৭২৯.০০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৮। জাতীয় উদ্ভিদ উদ্যান : ঢাকাতে ১৯৬১ সালে ৮৪.০০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৯। শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান : কক্সবাজারে ০৯-০৭-২০১৯ তারিখে ১৭২৯.০০ হেক্টর জায়গা জুড়ে
প্রতিষ্ঠিত।
১৯টি জাতীয় উদ্যানের মধ্যে আমি ১০টিতে গেছি। আপনি কয়টিতে গেছেন?
তথ্য সূত্র : উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




