হিন্দি সিনেমা কিছু কিছু দেখি আমি। খুব বেশি বিচার বিবেচনা না করেই দেখি। দেখা শুরু করার পরে ভালো না লাগলে সামান্য দেখেই ছেড়ে দেই। কিছুটা ভাল লাগলে পুরটাই দেখি। আবার কোনো কোনো সিনেমা হয়তো একধিকবারও দেখা হয়ে যায়। ২০২১ সালে রিলিজ হওয়া হিন্দি সিনেমা গুলির মধ্যে আমি সর্ব সাকুল্যে ৯টি সিনেমা দেখেছি। এদের কোনোটিই দ্বিতীয় বার দেখার মতো হয় নি।
১। Antim-The Final Truth
এক কিশোরের মাস্তান হয়ে উঠা এবং তার শেষ পরিনতি দেখিয়েছে এই সিনেমায়।
২। Atrangi Re
এটি মেয়ে আর তার কাল্পনিক প্রমিকের কাহিনি এটি। যার পিছনে রয়েছে তার মা-বাবার করুন ইতিহাস।
৩। Bellbottom
একটি প্লেন হাইজ্যাক ও উদ্ধারের কাহিনি এই সিনেমায় দেখানো হয়েছে।
সত্য ঘটনার উপর নির্মিত এই সিনেমাটি।
৪। Bhuj-The Pride of India
ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা এই সিনেমায় দেখানো হয়েছে।
৫। Bob Biswas
বিদ্যা বালনের কাহানি সিনেমার কন্টাক কিলার বব বিশ্বাসের স্মৃতি হারিয়ে ফেরার পরের কাহিনী এটি।
সিনেমাটি আরো অনেক ভালো হতে পারতো।
৬। Bunty Aur Babli 2
পুরনো বান্টি অভিষেক থাকলে আরো ভালো হতো।
৭। Nail Polish
বেশ রহস্য তৈরি করা একটি সিনেমা। শুধু যদি উকিলের চরিত্রটা অন্যকেউ করতো।
৮। Radhe
মোটেও ভালো লাগে নাই।
৯। Sooryavanshi
সেই পুরনো থীম। পাকিস্তানের ট্যাররিস্ট গ্রুপ ভারতে বম্বিং করে, ভারতীয় পুলিশ তাদের ফিনিশ করে।
আরো দুই-একটা সিনেমা হয়তো পরে কখনো দেখা হবে।
আপাততো এই ৯টি সিনেমার মধ্যে সিরিয়াল করলে প্রথম ৩টি সিনামা হবে আমার দৃষ্টিতে-
১। Antim-The Final Truth
২। Nail Polish
৩। Bellbottom
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২২ রাত ৩:১১