
আপনারা কেউ কেউ হয়তো জানেন আমি জয়দেবপুরের একটি গ্রামে অল্প একটু জমি কিনেছি একটি গ্রামের বাড়ি বানাবো বলে। বেশ কয়েক বছর হয়ে গেলো। এখনো কিছুই করা হয়নি। শুধু কিছু গাছ আছে, একটা ডোবা-পুকুর আছে। মাঝে মাঝে সেখানে যাই আমি। কখনো বৌ-বাচ্চারা সাথে যায়, কখনো বন্ধু-বান্ধব, আবার কখনো আত্মিয়-স্বজনেরা কেউ কেউ যায়।
এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত রজপথের বেহাল অবস্থার কথা নতুন করে বলার কিছু নাই। নানান উন্নয়ণের চাপে পথটির চিড়ে চ্যাপ্টা অবস্থা হয়ে গেছে। আমি পারতপক্ষে ঐপথ মাড়াই না। আমি বাড্ডা থেকে বসে চলে যাই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। সেখন থেকে ট্রেনে ৩০ মিনিটে চলে যাই জয়দেবপুর স্টেশনে। সেখান থেকে ২০ মিনিটে সিএনজিতে আমার জমিতে। ফেরার সময় বিকেল হলে ট্রেনেই ফিরে আসি। ট্রেন না থাকলে ইজিবাইকে ভিরতের পথ দিয়ে টঙ্গি স্টিশন রোড, সেখান থেকে বাসে বাড্ডা।
তো ট্রেনে যাওয়া আসার জন্য আমি অনেক আগে থেকেই অনলাইনে টিকিট কাটি। কারণ অনলাইনে টিকিট না কাটলে স্টেন্ডিং টিকিট নিতে হয় স্টেশন থেকে। আমি কমলাপুর থেকে জয়দেবপুরের টিকিট কাটি, যদিও ট্রেনে উঠি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। টিকিট মূল ৫০ টাকা, সার্ভিস চার্জ ২০ টাকা। প্রতিটি টিকিটের জন্য এই অতিরিক্ত ২০ টাকা হারে দিতে হয়। যেমন গতকাল রাতে আমি একসাথে ৩টি টিকিট কেটেছি, সেখানে অতিরিক্ত ৬০ টাকা দিতে হয়েছে। এখানে ২০ টাকাই রাখা উচিত ছিলো। কারণ ৩টি টিকিট এক সাথেই প্রসেস করা হয়েছে, আলাদা আলাদ নয়। তাই সার্ভিস চার্জ ২০ টাকাই হওয়া উচিত ছিলো।

পুরনো সাইট থেকে যখন টিকিট কাটতাম তখন কখনোই আমার সমস্যা হয়নি। প্রতিবারেই সহী ভাবেই টিকিট পেয়ে গেছি কোনো ঝামেলা ছাড়াই। সহজের সাইটে এবারই প্রথম টিকিট কাটলাম, কোনো সমস্যা ছাড়াই সহজেই টিকিট পেলাম।
নতুন আর পুরনো দুটি সাইটে আমার হিসবে এখন পর্যন্ত দুটি তফাত আমি লখ্য করেছি।
১। পুরনো সাইটে ট্রেন কখন ছাড়বে, পথে কোন কোন স্টেশনে কখন কখন পৌছবে সবটা পরিষ্কার দেখা যেতো। সহজের সাইটে সেটি দেখা যায় না। এই তথ্যটুকু দেখা গেলে দূরের ট্যুর প্লান করতে, অগ্রীম টিকেট কাটতে খুবই সুবিধা হয়। কয়েকদিন ধরেই নাটোর-রাজশাহীতে একদিনের জন্য যাবো বলে ভাবছি। ট্রেনে যাবো রাতে, সারাদিন ঘুরে আবার রাতের ট্রেনে ফিরে আসবো। ট্রেনের ঐ তথ্যটুকুর অভাব বোধ করছি এখন।
২। পুরনো সাইটে সিট পছন্দ করার অপশন ছিলো না। সহজের সাইটে এই সুবিধা যোগ করাতে বেশ ভালো হয়েছে। তবে সমস্যা হচ্ছে সিটগুলি সম্মুখে না পিছন দিকে মুখ করা সেটি বুঝার কোনো উপায় নেই। সেটি থাকলে সোনায় সোহাগা হতো।
আগমীতে নিশ্চয়ই আরো ভালো কিছু হবে।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২২ ভোর ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



