অন্যান্য ও আঞ্চলিক নাম : মিশরি ডুমুর, আঞ্জির ফল
Common Name : Fig
Scientific Name : Ficus carica
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
জাম, জামরুল, কদবেল। আতা, কাঠাল, নারকেল। তাল, তরমুজ, আমড়া।
কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই। বরই দিলাম আর কি চাই?
এই লেখাটি ধার করা, বলছি যেটা বাদ পরা।
আম, আনারস, লিচু চাই। মিষ্টি তেঁতুল কোথায় পাই?
পাকা নারকেল কচি ডাব। কমলা, কলা, মিষ্টি গাব।
খেঁজুর, চুকাই, চালতা। জাম্বুরা আর মাল্টা।
ডেউয়া, ডুমুর, দুরিয়ান। ড্রাগনফল আর রামবুটান।
বৈঁচি, বাঙ্গী, করমচা। লটকন, লেবু, ফলসা।
নামটি যাহার বেদানা, তার ভেতরেই সব দানা।
নাসপাতি, পিচ, স্ট্রবেরী। কি-উয়ি, চেরী, ব্লাকবেরী।
আঙ্গুর, আপেল, আমলকী। পঞ্চাশটি ফল হলো কি?
সংগৃহীত
শ্বশুর মশায়ের ছাদ বাগানে একটি মিশরিয় ঢুমুর বা ত্বীণ ফলের গাছ আছে। খুব বেশি বড় নয়, হাফ ড্রামে লাগানো। বেশ কয়েক বছর ধরেই টুকটাক ফল আসছে। সমস্যা হচ্ছে ফল পাঁকার আগেই সেটি পাখিতে খেয়ে ফেলে। মাঝে মাঝে তাই ফল পাঁকার আগেই কয়েকটা পেরে ফেলেন শ্বশুর মশাই। আমি গেলে যদি গাছে ফল থাকে তাহলে সেটি আমার হাতে আসে। মাঝে মাঝে আমার বাড়িতেও পাঠিয়ে দেন। স্বাদ বেশ ভালো। আমি বেশ আগ্রহ নিয়েই খাই।
চাইনিজ টক কমলা
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৯ ইং
তুঁত ফল
অন্যান্য ও আঞ্চলিক নাম : তিত ফল
Common Name : Mulberry, Red Mulberry, Common Mulberry, Silkworm Mulberry
Scientific Name : Morus rubra এবং Morus nigra
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/১২/২০২০ ইং
ছবিগুলি মুঠোফোনের ক্যামেরায় তোলা
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮
=================================================================
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৬