বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। সেই সমস্ত ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি বিশেষ অবস্থান দখল করে আছে জমিদার বাড়িগুলি। এই জমিদার বাড়িগুলি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।
নানান যায়গায় বেড়াবার সময় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট-বড় নানান ধরনের রাজবাড়ি, জমিদার বাড়ি, নবাব বাড়ি, পোদ্দার বাড়ি, বনিক বাড়ি, বাবুর বাড়ি, ঠাকুর বাড়ি, কুঠি বাড়ি, কাচারি বাড়ি, চৌধুরী বাড়ি সহ শত-শত পুরনো বাড়ি ঘর দেখার সুযোগ আমার হয়েছে। আমার দেখা সেই সমস্ত বাড়িগুলি আমি একে একে শেয়ার করবো এখানে।
আমিনপুর ঠাকুর বাড়ি
বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পানাম নগরের ঠিক উত্তর পাশে আমিনপুর খেলার মাঠ পেরিয়ে উত্তর দিকে আরো কিছুটা পথ এগিয়ে গেলে সামনে বড় বড় আম-কাঠালের গাছ ও ঝোপ-ঝারের আড়ালে চোখে পরবে একটি বেশ পুরনো বনেদি বাড়ি। বাড়িটি ঠাকুর বাড়ি বা আমিনপুর ঠাকুর বাড়ি নামে পারিচিত। এই ঠাকুর যে কোন ঠাকুর, তার নাম কি, তিনি কবে কখন এই বাড়িটি নির্মাণ করেছেন, সেইসব কোনো তথ্যই আমার জানা নেই।
আমার বড় কন্যা সাইয়ারা গ্রুপ-লিডার সাজ্জাদ ভাইয়ের সাথে।
আমার মনে হয় বাড়ির লোকজনের সাথে কথা বলা গেলে কিছু তথ্য হয়তো জানা যেতেও পারে। তবে বাড়ির লোকজনের সাথে চেষ্টা করেও তখন কথা বলা যায়নি। বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিলো না। মহিলারা কেউ কথা বলতে আসে নি। সম্ভবতো বাড়ির মালিকানা নিয়ে কিছু ঝামেলা আছে যেমনটা এমন পুরনো বাড়িতে থাকে সচারাচর। সেই জন্য তারা বাহিরের লোকদের কিছু সন্দেহের চোখে দেখে অভ্যস্ত এবং এড়িয়ে চলাই নিরাপদ মনে করে। ফলে বাড়ি সম্পর্কে কোনো তথ্যই আমি জোগাড় করতে পারি নাই।
পুরনো জীর্ণশীর্ণ বাড়িটিতে এখনো লোকজন কি করে বসবাস করে সেটি একটি বিস্ময়। দ্বিতল এই বাড়িটির অবস্থা অতি করুন। জড়াজীর্ণ বাড়ির চার পাশের প্রাচীর ভেঙ্গে পরেছে অনেক বছর আগেই। শুধুকি প্রাচীর! বাড়ির অনেকটা অংশই ভেঙ্গে গেছে। বাড়িটির ভিতরে বাড়ির সাথেই লাগোয়া একটি কারুকাজময় দৃষ্টিনন্দন মন্দির ছিলো এককালে। আজ সেটির অবস্থা অতি করুন। উপরের ছাদের কোনো অস্তিত্ব নেই। বিগ্রহের চিহ্ন নেই। অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছে। কালের প্রবাহে জীর্ণ এই বাড়িটি আর কতদিন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কে জানি!!
আমার বড় কন্যা সাইয়ারা
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং
অবস্থান : আমিনপুর, পানাম নগর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°39'31.3"N 90°36'13.2"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/DPawsVHh5qWf8Tan7
তথ্য সূত্র ও বর্ণনা : নিজ।
ছবি : নিজ।
=================================================================
আরো দেখুন -
জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭
=================================================================
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৭